পথশ্রী প্রকল্পে ৫৪ টি রাস্তার শুভ সূচনা মঙ্গলকোটে




সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান
 

রাজ্যজুড়ে বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্যে উত্তরবঙ্গে পথশ্রী প্রকল্পের শুভ সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পথশ্রী প্রকল্পে পূর্ব বর্ধমান জেলা জুড়ে মোট ৭৩৯ টি নতুন রাস্তা প্রকল্পের মধ্যে মঙ্গলকোটে ৫৪টি রাস্তা তৈরি হবে । 



শুক্রবার মঙ্গলকোটের মাঝিগ্রাম অঞ্চলের চাকুলিয়া গ্রামে পথশ্রী প্রকল্পের রাস্তার শুভ সূচনা হয় । ১৫ই অক্টোবর পর্যন্ত মঙ্গলকোট ব্লক জুড়ে এই ৫৪ টি রাস্তার কাজ চলবে । 



মাঝিগ্রাম অঞ্চল সভাপতি শেখ বসির জানান, ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে গোটা মঙ্গলকোট জুড়ে উন্নয়নের কর্মকাণ্ড চলছে। পাশাপাশি আরও ৫৪ টি রাস্তা নির্মাণ হলে মঙ্গলকোট বাসির অভাব অভিযোগ অনেকখানি পূরণ করা সক্ষম হবে। 



এদিন চাকুলিয়া গ্রামের কালী তলায় জাতির জনক মহাত্মা গান্ধী কে স্মরণ করে একটি অনুষ্ঠান হয় এবং এখান থেকেই পথশ্রী প্রকল্পের রাস্তার শুভ সূচনা হয় ।



এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোটের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী, মাঝিগ্রাম অঞ্চল সভাপতি শেখ বসির, মাজিগ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ চাকুলিয়া গ্রামের গ্রামবাসীরা ।