ভারতীয় সঙ্গীত জগতে বিরাট শূণ্যতা- না ফেরার দেশে এসপি বালাসুব্রাহ্মণ্যম
এসপি বালাসুব্রাহ্মণ্যম (৪ জুন ১৯৪৬ - ২৫ সেপ্টেম্বর ২০২০) আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শূন্যতার তৈরি হলো ভারতীয় সঙ্গীত জগতে। কোভিড-১৯ পজেটিভ হওয়ার পর আগস্টে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর।
শ্রীপতি পণ্ডিতআরাধ্য বালসুব্রহ্মণ্যম একজন ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতজ্ঞ, নেপথ্য সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক, অভিনেতা, ডাবিং শিল্পী ও চলচ্চিত্র প্রযোজক ছিলেন। তিনি এস. পি. বালু, এস. পি. বি. বা এককভাবে বালু নামেও পরিচিত ছিলেন। তিনি মূলত তেলুগু, তামিল, কন্নড়, হিন্দি ও মালয়ালম ভাষার চলচ্চিত্রে কাজ করতেন।
জাতি হিসেবে বলসুব্রাহ্মণ একজন তেলুগু যদিও তামিল ভাষাও অনর্গল বলতে পারেতেন এবং তার চলচ্চিত্র জগতের যাত্রা শুরু হয় ষাটের দশকে তামিল চলচ্চিত্রের মাধ্যমেই। তিনি ১৬টি ভারতীয় ভাষায় ৪০,০০০-এর অধিক গানে কণ্ঠ দিয়েছেন।
চারটি ভিন্ন ভাষার চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন; তেলুগু চলচ্চিত্রে কাজের জন্য ২৫টি অন্ধ্রপ্রদেশ রাজ্যের চলচ্চিত্র পুরস্কার নন্দী পুরস্কার পেয়েছেন, এবং কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যের একাধিক পুরস্কার পেয়েছেন। রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াও তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে একটি ফিল্মফেয়ার পুরস্কার এবং ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊