ইস্তফা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল Union minister Harsimrat Badal resigns
লোকসভায় কৃষি বিল পাশ হওয়ায় ইস্তাফা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল। মোদী মন্ত্রীসভার কৃষি বিল নিয়ে প্রথম ‘বিদ্রোহ’। পাঞ্জাব ও হরিয়ানা সহ দেশের বিভিন্ন জায়গায় কৃষকদের বিক্ষোভের মধ্যেই আজ লোকসভায় পাশ হয়ে গেল কৃষি বিল।কৃষি বিলের প্রতিবাদে বিহারেও বিক্ষোভ হয়। বিলের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেসও।
হরসিমরত কৌর বাদল টুইট করে জানিয়েছেন, ‘কৃষক-বিরোধী অর্ডিন্যান্স ও আইনের প্রতিবাদে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছি। কৃষক ও তাঁদের মেয়ে-বোনেদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।’
I have resigned from Union Cabinet in protest against anti-farmer ordinances and legislation. Proud to stand with farmers as their daughter & sister.
— Harsimrat Kaur Badal (@HarsimratBadal_) September 17, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊