মহালয়ার​ সকালে অনুষ্ঠিত হলো - কাশ বাতাসে



শচীন পাল,   মেদিনীপুরঃ 
সূর্যাস্তের মিলন হাটের খোলা মঞ্চে অনুষ্ঠিত হলো "কাশ বাতাসে" শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান। করোনা আবহের মধ‍্যেই শারদ‍্যোৎসবকে স্বাগত জানাতে, মহালয়ার সকালে মেদিনীপুরের বিশিষ্ট নৃত্যশিল্পী রিমা কর্মকার পরিচালিত নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যনীড় ও "নিসর্গ নির্যাস" এর যৌথ উদ্যোগে এবং সূর্যাস্ত পরিবারের সহযোগিতায অনুষ্ঠিত হলো একটু ভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান "কাশ বাতাসে"। 


বৃহস্পতিবার সকালে মেদিনীপুরের রাঙামাটি রেলব্রীজের কাছে সূর্যাস্তের মিলন হাটের খোলা মঞ্চে নির্ধারিত শিল্পী ও সীমিত সংখ্যক অতিথির উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ​ করেন আয়োজক সংস্থার শিল্পীদের পাশাপাশি বেশকিছু অতিথি শিল্পী ও শিশু শিল্পী। অনুষ্ঠানে আবৃত্তি, সঙ্গীত , নৃত্য, চন্ডীপাঠ, ধুনুচি নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে সবাইকে আয়োজকদের পক্ষে স্বাগত জানান রিমা কর্মকার ও নিসর্গ নির্যাস মাহাত। 

এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গায়ক অভিনন্দন মুখোপাধ্যায়, শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক ও সমাজসেবী মণিকাঞ্চন রায়, সমাজসেবী সুশান্ত ঘোষ, সমাজসেবী শিক্ষক​ সুব্রত মহাপাত্র, সমাজসেবী শিক্ষক অরিন্দম দাস, কোলাজের কর্ণাধার তাপস জানা, সমাজসেবী ফাকরুদ্দিন মল্লিক,কবি আকাশ রায়,কবি সৌমেন শেখর,সংস্কৃতিপ্রেমী নিতাই রক্ষিত সহ অন্যান্যরা। 




অতিথি শিল্পী হিসেবে এদিন অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন মৃদুলা ভূঞ‍্যা, ত্রিনেত্রী সিনহা, সঙ্গীত পরিবেশন করেন রথীন দাস, চন্ডীপাঠ করেন মিতালি ত্রিপাঠী প্রমুখ। এদিন "ম‍্যাগাজিন" পত্রিকার শারদ সংকলন প্রকাশিত হয়। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিন্টু দাস। এদিনের এই অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় সাহায্যে সরাসরি লাইভের মাধ্যমে দর্শক ও শ্রোতাদের​ কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।