Latest News

6/recent/ticker-posts

Ad Code

অকাল আশ্বিনী বর্ষার দাপটে তুফানগঞ্জ মহকুমা জুড়ে বন্যার পরিস্থিতি- খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে তিতাস

অকাল আশ্বিনী বর্ষার দাপটে তুফানগঞ্জ মহকুমা জুড়ে বন্যার পরিস্থিতি- খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে তিতাস 



তুফান গঞ্জ থানার অন্তর্গত নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত এবং বালাভূত ও দেওচড়াই অঞ্চলের বিভিন্ন গ্রামের শত শত পরিবার ক্ষতিগ্রস্ত প্রতি বছর বন্যায়। হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়ে যায়। ধাদিয়াল গ্রামের ঘুঘুরাতলা এলাকায় স্লুইস গেট না থাকার কারণে ধাদিয়াল ডাবরির প্রায় পাঁচ হাজার বিঘার তিন ফসলির মাঠ যখন তখন জলের তলায় চলে যায় রায়ডাক ও গদাধর নদীর বন্যার দাপটে। 


এবারও অকাল আশ্বিনী বর্ষার দাপটে এক নাগাড়ে বিরামহীন বৃষ্টির কারণে গোটা তুফানগঞ্জ মহকুমা জুড়ে বন্যার পরিস্থিতিতে কয়েকশো বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। 

এই বানভাসি মানুষের পাশে এসে দাঁড়ায় "তিতাস" সামাজিক সংগঠন। এই সংগঠনের  পক্ষ থেকে  চামটা, তালতলা এবং কামাতফুলবাড়ী এলাকার মানুষদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code