শর্ট ফিল্ম "মেস বাড়ির গল্প" ট্রেলার রিলিজ ফিল্মিটেক প্রডাকশনে
কিছুদিন ধরে লাগাতার বৃষ্টি, জলমগ্ন শহর, এর ই মধ্যে এক ঝাঁক নতুন মুখ এনে শর্ট ফিল্ম "মেস বাডির গল্প" তৈরি করলেন দিনহাটার পরিচালক উদয়ন চক্রবর্তী ৷ ট্রেলার রিলিজ হতেই অভাবনীয় সাড়া দেখা গেল দর্শকমহলে ৷
এই গল্পের কাহিনীকার ও পরিচালক উদয়ন চক্রবর্তী নিজেই , দিনহাটার বিশিষ্ট আবৃতি শিল্পী, লেখক, ও একাধারে সমাজসেবী শিবু শর্মা ও নবগতা রিয়া দেবনাথ মুখ্য চরিত্রে অভিনয় করেন, এছাড়াও ভাগ্যশ্রী আচার্যী, তন্দ্রীমা সাহা , দেবজ্যতি কর্মকার, সহ প্রমুখ ৷
একান্ত সাক্ষাৎকার এ পরিচালক জানানা, এই গল্প কমেডি , ইমোশন, সব ধরনের মিশ্রন৷ সপরিবারে দেখার মত ছবি।
পূজোর আগেই এই ছবি রিলিজ হওয়ার সম্ভাবনার কথা জানান পরিচালক ৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊