Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা থেকে বাঁচতে আবারও দেশবাসীকে সচেতন হওয়ার বার্তা মোদীর


করোনা থেকে বাঁচতে আবারও দেশবাসীকে সচেতন হওয়ার বার্তা মোদীর 




করোনার কড়াল গ্রাসে বিশ্ব। হাঁসফাঁস অবস্থা ভারতেরও। দিনের পর দিন সংক্রমণ বেড়েই চলছে রাজ্যে রাজ্যে। ইতিমধ্যে, সারা দেশে করোনা সংক্রমণের সংখ্যা ৪৬ লক্ষ পেরিয়ে গেছে। ফলে বাড়ছে উদ্বেগ। দেশে ১ লক্ষের দোরগোড়া দৈনিক সংক্রমণ। এদিকে, আবিষ্কার এখনও হয়নি করোনা ভ্যাকসিনের। এমন পরিস্থিতিতে করোনা বিধি মেনে চলা অত্যন্ত জরুরী তা সকলেই জানেন। তা আবার ফের মনে করিয়ে দিতে ভুললেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, ‘‘যতদিন ভ্যাকসিন না আসছে, ততদিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে মূল হাতিয়ার মাস্ক পরা ও দূরত্ব বজায় রাখা।’’



দেশের করোনা পরিস্থিতি উদ্বেগ জনক। একের পর এক পদক্ষেপ নিলেও আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। দেশে এখনও পর্যন্ত ৪৬ লক্ষ ৫৯ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে ৭৭,৪৭২।পরিস্থিতি সামলাতে হিমশিম দশা রাজ্যগুলির। সংক্রমণের ঊর্ধ্বগতিতে দিশেহারা স্বাস্থ্যমন্ত্রকও। বিশ্বের মানুষ চেয়ে আছে ভ্যাকসিনের দিকে। 



এই পরিস্থিতিতে শনিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালে করোনা থেকে বাঁচতে আবারও দেশবাসীকে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘যতদিন ভ্যাকসিন না আসছে, ততদিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে মূল হাতিয়ার মাস্ক পরা ও দূরত্ব বজায় রাখা।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code