কৃষিবিলের বিরোধীতায় বাঁকুড়ায় পথে নামল বাম-কংগ্রেস
SER-23,বাঁকুড়া, ২৫সেপ্টেম্বর: সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে পাশ করানো হয়েছে কৃষি বিল । আর এতে কৃষকদের স্বার্থ ক্ষুণ্ন হবে , এই অভিযোগে এবং এই বিল প্রত্যাহারের দাবি নিয়ে এবার বাঁকুড়ায় পথে নামল বাম-কংগ্রেস ।
কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এদিন সকাল নাগাদ বাঁকুড়া শহরে একটি মিছিলের আয়োজন করা হয় বাম সংগঠনগুলির তরফে, মিছিলে পা মেলায় কংগ্রেস এবং এলাকার অসংখ্য কৃষক । মিছিল শেষে শহরের কেরানীবাঁধ মোড় সংলগ্ন বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে বসে পড়ে মিছিলকারীরা । বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক পাশাপাশি জ্বালানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা।
অবরোধকারী সংগঠন গুলির দাবি, কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রণয়ন করা এই কৃষক স্বার্থ বিরোধী কৃষি বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে । পাশাপাশি অগণতান্ত্রিক উপায়ে কৃষি বিল পাশ করার অভিযোগে রাজ্য সভার ভাইস চেয়ারম্যানের পদত্যাগের দাবিও তোলে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊