ব্যাটিং-বোলিং দুইয়ের ব্যর্থতায় টানা দ্বিতীয় ম্যাচে হার ধোনির চেন্নাইয়ের, পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি 



SANGBAD EKALAVYA:

টানা দুই ম্যাচে হারলো ধোনির চেন্নাই সুপার কিংস। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারের পর আজ দিল্লির কাছে ৪৪ রানের বড় ব্যবধানে হার। আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। শুরু থেকেই দিল্লির দুই ওপেনার ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। ১০.৪ ওভারেই ৯৪ রান তুলে ফেলেন শিখর ধাওয়ান (২৭ বলে ৩৫) ও পৃথ্বী শা। ধাওয়ান পীযুষ চাওলার বলে এলবিডব্লিউ হয়ে আউট হলেও পৃথ্বী চালিয়ে খেলতে থাকেন। ৪৩ বলে ১টি ছয় ও ৯টি চারের সাহায্যে ৬৪ রান করার পর চাওলাকে স্টেপআউট করতে গিয়ে স্টাম্পআউট হন। স্যাম কুরানের (৪-০-২৭-১) বলে দুরন্ত ক্যাচে অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে (২২ বলে ২৬) ফেরান ধোনি। এরপর রিসভ প্যান্ট ২৫ বলে ৩৭ রানে  অপরাজিত থেকে দলীয় স্কোর ১৭৫ রানে পৌঁছে দেয়। চেন্নাইয়ের একমাত্র সফল বলার পীযুষ চাওলা (৪-০-৩৩-২)।


১৭৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ঢিমেতালে শুরু হয় চেন্নাইয়ের ইনিংস। দিল্লি বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে হাত খুলতেই পারেননি মুরলী বিজয় (১৫ বলে ১০) শেন ওয়াটসন (১৬ বলে ১৪), এবং ঋতুরাজ গায়কোয়ার (১০ বলে ৫)। কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন কেদার যাদব (২১ বলে ২৬) এবং দু'বার জীবনদান পাওয়া ফাফ ডু প্লেসি (৩৫ বলে ৪৩)। শেষ ওভারে চেন্নাইয়ের টার্গেট দাঁড়ায় ৪৯ রান। ধোনি (১২ বলার ১৫) ও জাদেজাদের (৯ বলে ১২) ব্যাটিংয়ে যা অসম্ভব ছিল। দুর্দান্ত বোলিং করেন কাগিসো রাবাদা (৪-০-২৬-৩), এনরিক নর্তজে (৪-০-২১-২) এবং অক্ষর প্যাটেলরা (৪-০-১৮-১)। ফলস্বরূপ ৪৪ রানে হারতে হয় চেন্নাইকে।