Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী দিনহাটায়

প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী দিনহাটায় 


ফসলের দাম,বিপণন,পণ্য পরিষেবা আইনের সংশোধন এবং চুক্তি চাষে কৃষকদের বাধ্য করানোর বিরুদ্ধে আজ ২৫শে সেপ্টেম্বর সারা দেশব্যাপী প্রতিরোধ দিবসের ডাক দিয়েছে সারা ভারত কৃষক সমন্বয় কমিটি।


আজ এই প্রতিরোধ দিবসে দিনহাটা - কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করা হয়।প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত চলে এই অবরোধ কর্মসূচি।

সারা ভারত কৃষাণ সমন্বয় কমিটির আহ্বানে কেন্দ্রীয় আইন সভায়  পাশ হওয়া কৃষি ও কৃষক বিরোধী ৩টি বিলের বিরূদ্ধে কৃষক ও খেতমজুরদের পাশে থেকে এই আন্দোলনে সামিল হয়েছিলেন ছাত্র - যুব- মহিলা - শ্রমিক আন্দোলনের নেতৃত্বরা।

উপস্থিত ছিলেন কৃষক নেতা তারাপদ বর্মন, কেশব রায়, গৌরাঙ্গ পাইন, বিকাশ মন্ডল, খেত মুজুর নেতা মুজিবর রহমান, ছাত্র নেতা শুভ্রালোক দাস, যুব নেতা এন্দাদুল হক, অভিনব রায় প্রমুখ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code