করোনা আক্রান্ত রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী
এবার করোনা আক্রান্ত রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, গতকালেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তিনি বাড়িতেই আইসোলেশন রয়েছেন। দমকলমন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রাণীসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ করোনা আক্রান্ত হওয়ার পর এবার আক্রান্ত এই শুভেন্দু অধিকারী।
কাঁথির জনপ্রিয় তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কয়েকদিন ধরে করোনার মৃদু উপসর্গ শরীরে অনুভব করায় চিকিৎসকের পরামর্শ মেনে বৃহস্পতিবার তাঁর অ্যান্টিজেন টেস্ট হয় তাঁতে রিপোর্ট পজিটিভ আসে। পরে ফের সোয়াব টেস্ট্ হলেও রিপোর্ট পজিটিভ আসে মন্ত্রীর।
পাশাপাশি, তাঁর মা- ও করোনা আক্রান্ত বলে খবর। বৃহস্পতিবার রাতেই তাঁর মা গায়ত্রীদেবীকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊