গোলাপী আভায় ছেয়ে গেলো কোচবিহারের গোধূলি বেলার আকাশ। আর তাতেই ভাইরাল হয়ে গেছে স্যোসাল মিডিয়া। বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের ঠিক পরেই আকাশে গোলাপী আভা দেখা গিয়েছিলো রাজ্যের অনেক স্থান থেকেই। এইবারও কি এমন কোন ইঙ্গিত বহন করছে এই গোলাপি আকাশ?

কোচবিহারের ভূগোলের শিক্ষিকা তানিয়া বোস জানিয়েছেন-" মেঘের রং আসলে গোলাপী নয়। তারা দিনের নির্দিষ্ট সময় কেবল উপস্থিত  হয়। নীল ও বেগুনি রঙ গুলি প্রথমে ছড়িয়ে ছিটিয়ে থাকে।আমরা তাই এই রং গুলি বেশী দেখি। আলোতে যদি উচ্চ কোণ থাকে তবে এটি কেবল সেই রং গুলি ছড়িয়ে দিতে পারে। তাই বেশীরভাগ সময় আমরা আকাশ নীল দেখি, সূর্যোদয়  ও সূর্যাস্তের সময় সেই কোণটি পরিবর্তিত  হয়। সূর্যের  কোণটি কম হলে আলোকে অনেক বেশী বায়ুমন্ডলের মধ্য দিয়ে যেতে হবে । গোলাপী মেঘ সাধারণত  সূর্যোদয়  ও সূর্যাস্তের সময়  আকাশে চারপাশে উপস্থিত  হয়। দিনের সময়  এবং সূর্যের কোণ  রং ও মেঘের দ্বারা প্রভাবিত  হয়। তখন মেঘগুলি গোলাপী রং কে প্রতিবিম্বিত করে। তাই মেঘের রং গোলাপী হয়। আর এটিই গোলাপী মেঘ নামে পরিচিত।"  আরও পড়ুনঃ গেন্দা ফুল ৫৫০ মিলিয়িন ভিউ অতিক্রম করায় উল্লসিত জ্যাকলিন

তিনি আরও জানান- সম্প্রতি বার্লিংটনেও এই ঘটনা দেখা গেছে।