PNB-তে ৫৩৫ শুন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি
কর্মসংস্থানের বড় সুযোগ! পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেড়িয়েছে।
পদ, শূন্যপদ ও যোগ্যতা
ম্যানেজার (রিস্ক):
- শূন্যপদ- ১৬০টি
- যোগ্যতা - ম্যাথেমেটিক্স বা ইকোনমিক্স বা স্ট্যাটেস্টিক্স এ স্নাতক বা স্নাতকোত্তর। ফিনান্সে স্পেশালাইজেশন থাকতে হবে। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
সিনিয়র ম্যানেজার (রিস্ক)
- শূন্যপদ- ৩০টি
- যোগ্যতা -ফিনান্স স্পেশালাইজেশন-সহ এমবিএ বা সমতুল ডিগ্রি থাকতে হবে। পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট কোর্স থাকতে হবে।৩ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
ম্যানেজার (ট্রেজারি)
- শূন্যপদ- ৩০টি
- যোগ্যতা -ফিনান্স স্পেশালাইজেশন-সহ এমবিএ বা সমতুল ডিগ্রি থাকতে হবে। ম্যানেজমেন্ট ডিপ্লোমা বা ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। ১ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
ম্যানেজার (ল)
- শূন্যপদ- ২৫টি
- যোগ্যতা -স্নাতকে ৬০ শতাংশ। ৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্স করে থাকলেও আবেদনকারী আবেদন করতে পারবেন। কোনও ব্যাঙ্কের ল বিভাগে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
ম্যানেজার (সিভিল)
- শূন্যপদ- ৮টি
- যোগ্যতা -সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি-ই বা বি-টেক ডিগ্রি-তে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ হতে হবে। ১ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
ম্যানেজার (আর্কিটেক্ট)
- শূন্যপদ-২টি
- যোগ্যতা -আর্কিটেকচারে ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক। কাউন্সিল অফ আর্কিটেকচারে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে।রেসিডেন্সিয়াল প্রকল্পের প্ল্যানিং, ডিজাইন-শ সুপার ভাইজার হিসাবে ১ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
ম্যানেজার (এইচ আর)
- শূন্যপদ ১০টি
- যোগ্যতা - পার্সোনেল ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা এইচ আর বা এইচ আর ডি বা লেবার ল-য়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
ম্যানেজার (ইকোনমিক)
- শূন্যপদ- ১০টি
- যোগ্যতা - ৬০ শতাংশ নিয়ে ইকোনমিক্স এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
ম্যানেজার (ক্রেডিট)
- শূন্যপদ- ২০০টি
- যোগ্যতা - সিএ বা আইসিডব্লুএ বা এমবিএ অথবা ফিনান্স স্পেশালাইজেশন সহ ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। কমার্শিয়াল ক্রেডিটে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
সিনিয়র ম্যানেজার (ক্রেডিট)
- শূন্যপদ- ৫০টি
- যোগ্যতা -সিএ বা আইসিডব্লুএ বা এমবিএ অথবা ফিনান্স স্পেশালাইজেশনে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। ৩ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
বয়স
১ জুলাই ২০২০-এর মধ্যে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তফশিলি ও ওবিসিরা বয়সের ক্ষেত্রে যথাক্রমে ৫ ও ৩ বছরের ছাড় পাবেন
আবেদন ফি
৮৫০ টাকা
আবেদনের জন্য ক্লিক করুন-
CLICK HERE FOR APPLY ONLINE
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊