মনীষীদের মূর্তি পরিষ্কার-পরিচ্ছন্ন  করছে   ঐকতান



প্রীতম ভট্টাচার্য,নদীয়া : শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে ভারতবর্ষ। মনীষীদের স্মৃতিতে বিভিন্ন জায়গায় গড়ে তোলা হয় মূর্তি। কিন্তু সেই গুলি সারাবছর পড়ে থাকে অনাদরে । মনীষীদের মূর্তি পরিষ্কার-পরিচ্ছন্ন ও রংকরতে এগিয়ে এলো নদীয়া জেলার কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগরের ঐকতান । 



রবিবার কৃষ্ণনগর শহরের সদর মোড়ে কৃষ্ণনগরের কৃতিসন্তান কবি, নাট্যকার  দ্বিজেন্দ্রলাল রায় যে মূর্তি রয়েছে সেটি পরিস্কার ও রং করতে দেখা গেল স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যবৃন্দদের  । 


স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অরিন্দম দেব জানান " অনেক মূর্তির রং নষ্ট হয়ে গেছে বা মেরামত  করা দরকার তাই পুরসভার প্রশাসকের কাছে সংগঠনের পক্ষ থেকে অাবেদন করা হয় সেই মোতাবেক কৃষ্ণনগর পৌরসভার সহযোগিতায় অামরা এই কাজ শুরু করেছি । অামরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি । স্বেচ্ছাসেবী সংগঠনের এই ভূমিকায় খুশি কৃষ্ণনগরের  সাংস্কৃতিক প্রেমী জনসাধারণ  ।