সংবাদ একলব্যের উদ্যোগে একলব্য প্রকাশনীর সহযোগিতায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশাত্মবোধক সঙ্গীত, দেশাত্মবোধক নৃত্য এবং স্বাধীনতা বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। ইতিমধ্যে তার ফলাফল ঘোষনা হয়েছে।
তালিকায় নাম থাকা প্রত্যেক প্রতিযোগীর কাছে অনুরোধ এখনো যারা নিজেদের নাম-ঠিকানা আমাদের অফিসিয়াল WHATSAPP নাম্বারে 7602721810- পাঠাননি, অবশ্যই আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে নাম-ঠিকানা পাঠাবেন। ১৪ তারিখের পর আমরা আর কোনভাবেই পুরষ্কার পাঠাতে পারবো না।
নিজেদের যে কোন একটি পরিচয় পত্রের ছবি পাঠাতে হবে। আমাদের প্রকাশনীর পক্ষথেকে প্রত্যেক সফল প্রার্থীকে ডাকযোগে উপহার এবং শংসাপত্র পাঠানো হবে।
নীচের লিঙ্ক থেকে প্রত্যেক অংশগ্রহনকারী নিজেদের ডিজিটাল শংসাপত্র ডাওনলোড করে নিন।
পুরষ্কার বা শংসাপত্র নিয়ে কোন জিজ্ঞাসা থাকলে আমাদের ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে টেক্সট করুন। সময়করে আপনাদের সমস্যার সমাধান করা হবে।
Click
অথবা QR CODE টি স্ক্যান করেও আপনার সার্টিফিকেট ডাওনলোড করে নিতে পারবেন।
প্রতিযোগিতার ফলাফলঃ
সঙ্গীত প্রতিযোগিতাঃ
সংবাদ একলব্যের উদ্যোগে যে দেশাত্মবোধক সঙ্গীতের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, তাতে সর্বমোট ২৮ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। প্রত্যেকেই এতো ভালো পারফরম্যান্স করেছে যে প্রথম তিনজন কে নির্বাচন করা খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। একদিকে পারফরম্যান্স অন্যদিকে দর্শকের মতামত- সব দিক বিচার করে প্রথম স্থানে রয়েছে দুইজন প্রতিযোগী- প্রীতম মাজি, প্রশান্ত রুইদাস, দ্বিতীয় স্থানে রয়েছে দিয়া সিংহ, অনুষ্কা দত্ত,অঙ্কিতা সেন, এবং ঋতজা দে বর্মণ আর তৃতীয় স্থানে রয়েছে- অদিতি ভট্টাচার্য, স্বর্ণাভ সেন এবং সুবর্ণা দে মজুমদার ।
নৃত্য প্রতিযোগিতাঃ
একদিকে পারফরম্যান্স অন্যদিকে দর্শকের মতামত- সব দিক বিচার করে প্রথম স্থানে রয়েছে দুইজন প্রতিযোগী- অদিতি দেব এবং পায়েল সরকার (002), দ্বিতীয় স্থানে রয়েছে সপ্তপর্ণা চক্রবর্তী, বিদুষী বন্ধ্যোপাধ্যায়, নন্দিতা মুখার্জি, অনুরিমা সোম আর তৃতীয় স্থানে রয়েছে- দেবাদৃতা সেনগুপ্ত, মৃত্তিকা বাছার, দেবাস্মিতা বিশ্বাস।
প্রবন্ধ প্রতিযোগিতাঃ
প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন- আশিস চক্রবর্তী, দ্বিতীয় রাহুল ভট্টাচার্য, যুগ্ম তৃতীয় লিপিকা নস্কর এবং নন্দিতা অধিকারী ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊