কাল থেকে খুলে যাচ্ছে স্কুল-মাদ্রাসা পাকিস্তানে,স্বাস্থ্য বিধি মেনেই এরূপ সিদ্ধান্ত জানালেন ইমরান
১৫সেপ্টেম্বর মঙ্গলবার থেকে পাকিস্তানে খুলে যাচ্ছে স্কুল-মাদ্রাসা।এ ব্যাপারে আগে ঘোষণা করেছিল পাকিস্তানের প্রশাসন। সোমবার সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে বলেন,
“কাল থেকে দেশের দেশের লক্ষ লক্ষ ছেলেমেয়ে স্কুলে যাবে। প্রতিটি ছেলেমেয়ে যাতে নিরাপদে স্কুলে যেতে পারে তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার ও সমষ্টিগত দায়িত্ব।” ইমরান আরও জানিয়েছেন, স্কুলগুলি যাতে স্বাস্থ্য বিধি মেনে চলে তাও নিশ্চিত করা হয়েছে।
Tomorrow we will welcome millions of children back to school. It is our priority & collective responsibility to ensure that every child can go to school safely to learn. We have worked to ensure that school operations are aligned with public health safety rules on #COVID19
— Imran Khan (@ImranKhanPTI) September 14, 2020
পাকিস্তানে এখনও পর্যন্ত ৩ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬ হাজারের বেশি। ভারতের তুলনায় অনেক ছোট দেশ, ফলে সেখানে আক্রান্তের সংখ্যা কম হবে সেটাই স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও ঝুঁকি যে নেই তা বলা যাবে না। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তানই সবার আগে এই পদক্ষেপ করল।
এ মাস থেকে আংশিক ভাবে স্কুল খোলার কথা এ দেশেও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগেই রাজ্যগুলিকে জানিয়েছে যে, ২১ সেপ্টেম্বর থেকে আংশিক ভাবে স্কুল খোলা যেতে পারে। তবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য কেবল স্কুল খোলা যাবে। তাও ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়। ঐচ্ছিক। বাবা-মা তথা অভিভাবকের অনুমতি পত্র নিয়ে স্কুলে যেতে হবে। তা ছাড়া যে কোনও মুহূর্তে ৫০ শতাংশের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী যেন স্কুলে না থাকে।
তবে ইসলামাবাদ এ ধরনের আংশিক ব্যবস্থা নেয়নি। ইমরান প্রশাসন একেবারে শিশু শ্রেণি থেকে সবার জন্য স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে।
কোভিডের কারণে গোটা বিশ্বের ৯০ শতাংশ ছাত্রছাত্রী এখন স্কুলে যেতে পারছে না। কিন্তু গোড়া থেকেই প্রশ্ন ছিল, কতদিন এ ভাবে চলবে? এই পরিস্থিতিতে ইউরোপ তথা স্ক্যানডিনেভিয়ান দেশগুলির মধ্যে প্রথম সাহস দেখায় ডেনমার্ক। কঠোর স্বাস্থ্য বিধি প্রনয়ণ করে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়। ২ থেকে ১২ বছর বয়সী ছেলেমেয়েদের জন্য এপ্রিলের ১৫ তারিখ থেকেই স্কুল খুলে দেয়।
একই ভাবে সাহসী পদক্ষেপ করেছিল সুইডেনও। তাদের বক্তব্য ছিল, শিশুদের করোনা থেকে ঝুঁকি কম। তাই হাই স্কুল এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখলেও প্রাথমিক স্কুলগুলি খুলে দিয়েছিল তারা। ক্রমশ, ইজরায়েল, জাপান, ব্রিটেন, নিউজিল্যান্ডের মতো দেশেও স্কুল খুলেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊