যে সময় নারীদের পুরুষের সাথে দৌড়ানোর অধিকার ছিলও না সে সময় প্রথা ভেঙেছিলেন যে নারী 




যে সময় নারীদের পুরুষের সাথে একসাথে দৌড়ানোর অধিকার ছিলও না, সে সময় ১৯৬৭ সালের ১৯ এপ্রিল প্রথম প্রথা ভাঙলেন বছর কুড়ির যুবতি ক্যাথরিন সুইৎজার। 


ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আসর বসেছিল বোস্টনে। পুরুষদের এই দৌড় প্রতিযোগিতায় দাঁড়িয়ে পড়লেন ক্যাথরিন। বুকে লেখা ২৬১ নাম্বার। 

শুরু হয় দৌড়। কিন্তু মাইল দুয়েক দৌড়ানোর পর কর্তৃপক্ষের চোখ যায় ক্যাথরিনের দিকে। দেখতে পেয়ে তাঁকে টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু যে লড়াইয়ে ক্যাথরিন নেমেছিলেন সে লড়াই তো এভাবে শেষ হওয়ার না। ক্যাথরিন সেই লোককে ধাক্কা দিয়ে সড়িয়ে দৌড়াতে থাকেন। 


৪ ঘণ্টা ২০ মিনিটে দৌড় শেষ করেন তিনি। গড়ে তুললেন এক ইতিহাস। পরবর্তিতে ১৯৭২ সাল থেকে বোস্টন ম্যারাথনে নারীদের অংশগ্রহণ বৈধ করা হয়েছিলো।

জার্মান বংশোদ্ভূত মার্কিন লেখিকা, টেলিভিশন ধারাভাষ্যকার ও ম্যারাথন দৌড়বিদ ক্যাথরিন সুইৎজার সেদিন যে প্রথা ভাঙলেন আজ সেই পথ হাজার হাজার নারীর জন্য খুলে গেছে। 


তবে এখানেই শেষ নয়। নতুন আর এক ইতিহাস তৈরি করেন বোস্টনের মাঠে দৌড়ানোর ৫০ বৎসর পর। ৭০ বছর বয়সে ক্যাথরিন সুইৎজার আবার ২৬১ নম্বরই গায়ে জড়িয়ে অংশ নেন বোস্টনে এক ম্যারাথনে। পাড়ি দেন ২৬ দশমিক ২ মাইল। তবে এবার চিত্র ছিল ভিন্ন, দর্শকরা বলে উঠেন- ‘গো ক্যাথরিন, গো’ সেদিন চারদিক থেকে যেনো এই একটাই আওয়াজ গুঞ্জরিত হয়েছিলো। 

দৌড় শেষে ক্যাথরিন জানান-‘আমি সব সময়ই প্রচলিত ধারণা ভেঙে দিতে চেয়েছি। প্রথমবার আমি অংশ নিয়েছিলাম নারীর প্রতি অবহেলার ধারণা ভেঙে দিতে, আর এবার অংশ নিয়েছি বয়স্ক মানুষের প্রতি অবহেলার ধারণা ভেঙে দিতে। মনে শক্তি থাকলে তুমি যেকোনো বয়সেই তোমার লক্ষ্য ছুঁতে পারবে।’