বিদ্যাসাগরের জন্মদ্বিশতবর্ষে দুঃস্থ শ্রমিকদের মাস্ক বিলি বিজ্ঞানমঞ্চের 


অনুপম মোদক, সংবাদ একলব্যঃ নবজাগরণের প্রাণপুরুষ মহান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদ্বিশতবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালন করলো পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের দিনহাটা বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা। শনিবার সকাল ৯ টায় দিনহাটা শহর বিজ্ঞান সভার পক্ষ থেকে পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।



এর পাশাপাশি দুঃস্থ শ্রমিকদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় ও COVID-19 অতিমারীর হাত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য তাদেরকে অনুরোধ করা হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি গৌতম সাহানা, সম্পাদক মনমোহন নাথ, সহসম্পাদক সজল সাহা। দিনহাটা বিজ্ঞান কেন্দ্র উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিকাশ দাশ। 


এছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা শহর বিজ্ঞান সভার সভাপতি রাজীব রায়, সম্পাদক বিশ্বজিৎ সাহা, কোষাধ্যক্ষ সায়ন্তন রায় সহ আরো অনেকে।