Latest News

6/recent/ticker-posts

Ad Code

কবে প্রকাশ হবে আইপিএল ২০২০ এর সূচি, জানালেন আইপিএল চেয়ারম্যান


কবে প্রকাশ হবে আইপিএল ২০২০ এর সূচি, জানালেন আইপিএল চেয়ারম্যান  



করোনা আবহের জেরে আইপিএল নিয়ে টানা পোড়নের পরে আরব আমিরশাহীতে বসেছে আইপিএল-এর আসর। দল থেকে শুরু করে আইপিএল -এর সকলেই পৌঁছে গেছেন আমিরশাহীতে। কিন্তু এখনও প্রকাশ হয়নি আইপিএল -এর সূচি। করোনা নিয়ম মেনে খেলোয়াড় দের কোভিড টেস্ট থেকে শুরু করে কোয়ারাইন্টিন সমস্ত বিধি মেনে আরম্ভ হতে চলেছে আইপিএল ২০২০। 



আগামীকাল প্রকাশিত হতে চলেছে আইপিএল- এর সূচি এমনটাই জানালেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ পটেল । এ মাসের ১৯ তারিখ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চল্বে০ আইপিএল। ভারতীয় সময় অনুযায়ী, বিকেল তিনটে এবং সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখনও সরকারি ভাবে তেমন কিছু জানানো হয়নি। কাল সূচি প্রকাশ হলেই জানা যাবে বিস্তারিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code