প্রথম তিন দিনেই জেইই মেন পরীক্ষায় অনুপস্থিতির হার ২৫ শতাংশ
১লা সেপ্টেম্বর থেকে আরম্ভ হয়েছে জেইই মেন পরীক্ষা। শিক্ষামন্ত্রকের তথ্য থেকে জানা যায় পরীক্ষা দেয়ার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ৪,৫৮,৫২১ জন পড়ুয়া। তাঁদের মধ্যে প্রথম তিন দিনে পরীক্ষা দিলেন ৩,৪৩,৯৫৮ জন। পরীক্ষা শেষ হবে ৬ই সেপ্টেম্বর। তবে, এবছরের পরীক্ষায় অনুপস্থিতির হার ২৫ শতাংশ। যা প্রতি বছরের তুলনায় বেশি। সাধারণত একটা বড়ো মাপের ছাত্র ছাত্রী আবেদন করলেও পরীক্ষায় বসে না যা প্রতি বছর ১০ থেকে ১৫ শতাংশ। কিন্তু এবছর সেই সংখ্যাটা দাড়িয়েছে ২৫ শতাংশ।
বিরোধীদের আপত্তি সত্ত্বেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সম্পূর্ণ করোনা বিধি মেনে নিয়মে রদবদল করেই হচ্ছে জিইই মেন এর পরীক্ষা। প্রথম দিন পরীক্ষা দেন ৫৬.৬৭ শতাংশ পড়ুয়া। দ্বিতীয় দিন পরীক্ষা দেন ৮১ শতাংশ পড়ুয়া। তৃতীয় দিন পরীক্ষা দেন ৮২ শতাংশ পড়ুয়া। করোনা ভাইরাসের সংক্রমণ এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি সচল না থাকার কারণেই এত বড় সংখ্যক পরীক্ষার্থী গরহাজির হয়েছেন বলে দাবি অনেকের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊