সিনেমা হলের মালিকদেরকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা রাজ্য সরকারের




রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে রাজ্যের সিনেমা হল গুলির জন্য এক সুখবর নিয়ে এলেন। ৪ঠা সেপ্টেমবর অর্থাৎ শুক্রবার সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় যে আমফান ঝরের দাপটে ক্ষতি হওয়া সমস্ত সিঙ্গল স্ক্রিন সিনেমা হলের মালিকদেরকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবেন। কিন্তু এও বলা হয়েছে যে তুলনামূলকভাবে যে সিনেমা হল গুলি কম ক্ষতির সম্মুখীন হয়েছে, সেই হল মালিকদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। 



রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে যে সিনেমা হল মেরামতির জন্য মালিকরা তাদের নিজস্ব জেলায় DICO অফিসে ক্ষতিপূরণের জন্য আবেদন করবেন। 


জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত আবেদনকারীদের অর্থাৎ ক্ষতিগ্রস্ত হল মালিকদের হলগুলির অবস্থা দেখেই আবেদন পত্র অনুমোদিত হবে। অবস্থা খতিয়ে দেখার DICO অফিসের তরফে তালিকা তৈরি করে তার ভিত্তিতেই এই ক্ষতিপূরণ পর্ব সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন। 





লকডাউনের পর থেকে বন্ধ রয়েছে গোটা দেশের সমস্ত সিনেমা হল। আনলকের ৪র্থ পর্বে খোলার অনুমতি দেয়নি কেন্দ্র সরকার । 


সমস্ত দেশের সাথে সাথে পশ্চিমবঙ্গে লকডাউনের মধ্যে আমফানের দাপটে জেলার বহু সিনেমা হল ক্ষতিগ্রস্ত হওয়ার জন্যই এই স্ক্রিন পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে শুক্রবার ঘোষণা করলেন রাজ্য সরকার।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ