আইপিএল ২০২০ (IPL 2020) -এ কলকাতা নাইট রাইডার্সের (KOLKATA KNIGHT RIDERS) ম্যাচগুলি কবে ও কখন? জেনে নিন
আজই প্রকাশিত হয়েছে আইপিএল ২০২০ এর সূচি। করোনা সংক্রমণের জেরে আরব আমিরশাহীতে ১৯ই সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল।
আসুন জেনে নেওয়া যাক কবে কখন কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ-
- ২৩ সেপ্টেম্বর - বিপক্ষে- মুম্বই ইন্ডিয়ান্স - ভারতীয় সময়- সন্ধে সাড়ে সাতটা
- ২৬ সেপ্টেম্বর - বিপক্ষে- সানরাইজার্স হায়দরাবাদ - ভারতীয় সময়- সন্ধে সাড়ে সাতটা
- ৩০ সেপ্টেম্বর - বিপক্ষে- রাজস্থান রয়্যালস - ভারতীয় সময়- সন্ধে সাড়ে সাতটা
- ৩ অক্টোবর - বিপক্ষে- দিল্লি ক্যাপিটালস - ভারতীয় সময়- সন্ধে সাড়ে সাতটা
- ৭ অক্টোবর- বিপক্ষে- চেন্নাই সুপার কিংস - ভারতীয় সময়- সন্ধে সাড়ে সাতটা
- ১০ অক্টোবর - বিপক্ষে- কিংস ইলেভেন পঞ্জাব - ভারতীয় সময়- বিকেল সাড়ে তিনটে
- ১২ অক্টোবর - বিপক্ষে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - ভারতীয় সময়- বিকেল সাড়ে তিনটে
- ১৬ অক্টোবর - বিপক্ষে- মুম্বই ইন্ডিয়ান্স- ভারতীয় সময়- সন্ধে সাড়ে সাতটা
- ১৮ অক্টোবর - বিপক্ষে- সানরাইজার্স হায়দরাবাদ - ভারতীয় সময়- বিকেল সাড়ে তিনটে
- ২১ অক্টোবর - বিপক্ষে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - ভারতীয় সময়- সন্ধে সাড়ে সাতটা
- ২৪ অক্টোবর - বিপক্ষে- দিল্লি ক্যাপিটালস - ভারতীয় সময়- বিকেল সাড়ে তিনটে
- ২৬ অক্টোবর - বিপক্ষে- কিংস ইলেভেন পঞ্জাব - ভারতীয় সময়- সন্ধে সাড়ে সাতটা
- ২৯ অক্টোবর- বিপক্ষে- চেন্নাই সুপার কিংস - ভারতীয় সময়- সন্ধে সাড়ে সাতটা
- ১ নভেম্বর- বিপক্ষে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - ভারতীয় সময়- সন্ধে সাড়ে সাতটা
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊