আরশিকথা আন্তর্জাতিক ম্যাগাজিন ২০২০ এর কভারের শুভ উদ্বোধন



SANGBAD EKALAVYA: 

২০১৬ সাল থেকে নানা আঙ্গিকে অবিরাম পথচলায় সচেষ্ট থাকছে আরশিকথা। তাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই - গোটা বিশ্ব জুড়ে বাংলা ভাষাকে আরও ছড়িয়ে দিয়ে তার মর্যাদা এবং শ্রীবৃদ্ধি অক্ষুন্ন রাখা। বিশ্ব জুড়ে বাংলা ভাষাভাষীদের সঙ্গে শ্রেষ্ঠ ভাবনার বিনিময় ঘটিয়ে এক অটুট সম্পর্কের বন্ধনে যুক্ত থাকা। ইতিমধ্যেই আরশিকথা ১০টি দেশের সঙ্গে সংযুক্ত হতে পেরেছে। এক লক্ষেরও বেশী মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে সফলতা অর্জন করতে পেরেছে। ৫০ হাজারেরও বেশী সম্মানিত পাঠক ও দর্শকের ভালোবাসা ও সহযোগিতায় এক অসাধারণ অনুপ্রেরণায় বিরামহীন ভাবে এগিয়ে চলেছে। প্রতিদিনকার তথ্য, সংবাদ প্রদান সহ নানা প্রয়োজনীয় মূল্যবান প্রতিবেদন এবং বিনোদনে সবার মন জয় করে এগিয়ে চলেছে আরশিকথা অনলাইন বাংলা নিউজ পোর্টাল। এছাড়া বিশেষ ভূমিকায় থাকা বিজ্ঞাপনদাতাগণ এবং আরশিকথা গ্লোবাল সাহিত্য ফোরামের সদস্য সদস্যাদের নানা স্বেচ্ছা সহযোগিতায় রাজ্য, বহিরাজ্য সহ দেশবিদেশের খ্যাতনামা ও বিশিষ্ট শিল্পীদের সমন্বয়ে বিগত ৪ বছরে বহু সামাজিক এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক কর্মকান্ড সংঘটিত করতে সমর্থ হয়েছে। 


বিগত বছরগুলির মতো এবছরও এর ব্যতিক্রম হয়নি। বিজ্ঞাপনদাতাদের সহযোগিতায় ২০১৯ সাল থেকেই এক সিদ্ধান্তক্রমে আরশিকথা আন্তর্জাতিক ম্যাগাজিন প্রকাশ করা শুরু হয়েছে। পাশাপাশি ম্যাগাজিনটিকে দেশ-বিদেশের  বিশেষ সরকারি বেসরকারি সংস্থা সহ সমাজের বিশেষ ব্যক্তিত্বদের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে এবছরও অর্থাৎ ২০২০ সালের আন্তর্জাতিক ম্যাগাজিন প্রকাশনার কাজ শুরু হয়ে গিয়েছে। দেশবিদেশের বিশিষ্ট ও জনপ্রিয় লেখক,সাংবাদিক,কবি, প্রতিবেদক,কলামিস্ট, ব্লগারদের গল্প, কবিতা, প্রতিবেদন ও তথ্য সংবাদে সমৃদ্ধ থাকছে "আরশিকথা আন্তর্জাতিক ম্যাগাজিন ২০২০ "।

আরশিকথা গ্লোবাল ফোরামের কলকাতা প্রতিবেদক দেবাশীষ মজুমদার জানিয়েছেন আসন্ন দুর্গাপূজার একটি নির্দিষ্টদিনে যাবতীয় সামাজিক স্বাস্থ্যবিধি মেনে রাজ্যের বিশিষ্ট ও গুণীজনদের উপস্থিতিতে ম্যাগাজিনটির উদ্বোধন করা হবে। বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বিগত বছরগুলির মতো এবছর দেশবিদেশের শিল্পী সমন্বয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করার বিষয়ে আমরা বিরত থাকলাম। তবে নানা প্রয়োজনীয় সামাজিক কর্মকাণ্ডে "আরশিকথা আন্তর্জাতিক ম্যাগাজিন ২০২০" কর্মসূচী পালন করা হবে। এরই অঙ্গ হিসেবে ১৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার শুভ মহালয়া এবং দেবশিল্পী বিশ্বকর্মা পূজার পুণ্য তিথিতে আগরতলার বনমালিপুরস্থিত আরশিকথার প্রধান কার্যালয়ের সামনে পরিবারের ত্রিপুরা বিভাগের সকল সদস্য ও সাংবাদিকদের উপস্থিতিতে একটি সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে "আরশিকথা আন্তর্জাতিক ম্যাগাজিন ২০২০" এর ম্যাগাজিন কভারের শুভ উদ্বোধন হয়।



বর্তমান পরিস্থিতি অনুযায়ী ম্যাগাজিন প্রচ্ছদে এবার সুরক্ষা ও সচেতনতার বার্তাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এদিন আরশিকথা পরিবার এবং আরশিকথা গ্লোবাল সাহিত্য ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সদস্যরা বস্ত্রদান কর্মসূচীর অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগমের মহিলা সাফাই কর্মীদের হাতে নতুন বস্ত্র এবং স্বল্প খাদ্যসামগ্রী তুলে দেন। এদিন এই মহতি উদ্যোগে এলাকার কয়েকজন বিশিষ্ট নাগরিকও উপস্থিত ছিলেন। এদিন আরও কয়েকটি পুরওয়ার্ডের মহিলা সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া এদিন পূর্বদয় সামাজিক সংস্থার দানসামগ্রী প্রদান করার অভিনব আউটলেট "হার্ট অব হিউমিনিটি" এর শঙ্কর চৌমুহনীস্থিত সেন্টারেও আরশিকথা গ্লোবাল সাহিত্য ফোরাম সদস্যদের তরফে দুঃস্থ ও অসহায়দের জন্য বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আরশিকথা আন্তর্জাতিক ম্যাগাজিন ২০২০" উদ্বোধনকে কেন্দ্র করে এবছর আরশিকথা অনলাইন বাংলা নিউজ পোর্টাল মোট ১০০ জন সাফাই কর্মী ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া পূজার তিনদিন প্রতিদিন দুঃস্থ ও অসহায়দের মধ্যে খাদ্যও বিতরণ করা হবে। পাশাপাশি সারা বছরের কর্মসূচী হিসেবে ফুটপাথ ব্যবসায়ী ও দৈনিক শ্রমিকদের মধ্যে স্বাস্থ্যবিধির তথ্য প্রদান এবং সুরক্ষা সামগ্রী বিতরণ লকডাউনের শুরুকাল থেকেই চলছে এবং চলবে। এবছর আরশিকথার তরফে নানা অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।