স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির
সংবাদ একলব্যঃ করোনা আবহে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই পথ অনুসরণ করে কিছুদিন আগেই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাদের ব্যাচেলর ডিগ্রির পরীক্ষা (BDP Term End Examination) অনলাইনে নেওয়ার কথা ঘোষণা করেছিলো। এবার পোস্ট গ্র্যাজুয়েট এর অন্তিম পর্বের পরীক্ষাও এবার অনলাইনে হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হলো ইউনিভার্সিটির পক্ষ থেকে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় জুন ২০২০ এর স্নাতকোত্তর শ্রেণীর (Post Graduate Term End Theory (Exit) Examination June-2020) এর অনলাইন পরীক্ষা আগামী ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর, ২০২০ এর মধ্যে অনুষ্ঠিত হবে।
যদিও পরীক্ষার নির্দিষ্ট দিন-তারিখ এখনো ঘোষণা করা হয়নি। পরীক্ষার্থীদের নজর রাখতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট http://www.wbnsou.ac.in তে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊