করোনা রোগীকে ঘৃণা নয়- স্লোগান নিয়ে সচেতনতা প্রচারে বিভিন্ন ক্লাব
অনীক চৌধুরী, আলিপুরদুয়ারঃ
'করোনা রোগীকে ঘৃণা নয়'- এই স্লোগানকে সামনে রেখে পুর এলাকায় সচেতনতা মূলক প্রচার চালাল আলিপুরদুয়ার পুরসভার বিভিন্ন ক্লাবের সদস্যরা।জেলা প্রশাসনের নির্দেশে এবং সহযোগীতায় লিফলেট বিলির মাধ্যমে পুর এলাকার ক্লাবগুলো একত্রিত হয়ে করোনা বিরোধী প্রচারে নামে।
কিছুদিন আগে কোভিড -১৯ পরিস্থিতি নিয়ে আলিপুরদুয়ার পুরসভার কয়েকটি ক্লাব নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গের কোভিড -১৯ ওএসডি ডাঃ সুশান্ত রায়,জেলাশাসক এস কে মিনা,এসডিও,সিএমএইচ সহ সরাকরি আধিকারিকরা।ওই বৈঠকে ক্লাবের সদস্যদের করোনা সচেতনতা প্রচারের উদ্যোগ নিতে বলে জেলা প্রশাসন।
সোমবার আলিপুরদুয়ারের বিশিষ্ট ক্রীড়াবিদ প্রবীর দত্তের নেতৃত্বে সমাজকর্মী পার্থ রায়,জয়ন্ত সাহা,প্রাক্তন কাউন্সিলর বহ্নি সাহা,সুব্রত ধর,সুশীল চৌবে সহ ৮ টি ক্লাবের সদস্যরা করোনা সচেতনতা মূলক প্রচার করা নিয়ে একটি বৈঠক করে আলিপুরদুয়ার পুরসভার ৪ নং ওয়ার্ডের বর্ণচক্র ক্লাবে।বৈঠক শেষে এদিন থেকে তারা ওই ওয়ার্ডের সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে করোনা হলে কি করা উচিৎ,কি নিয়ম মানতে হবে,করোনা রোগীর পাশের বাড়ির মানুষের কি করণীয় তা প্রচার চালান বলে জানা যায়।মঙ্গলবারও করোনা সচেতনতা মূলক প্রচার চলছে বলে জানা যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊