নতুন মুখের নতুন চমক নিয়ে আসছে পরিচালক উদয়ন চক্রবর্তীর শর্টফিল্ম "দেবীদর্শন"
দেবীর অধিষ্ঠান কী শুধুই প্যান্ডেলে ?
নাকি দশভুজা,দেবীদূর্গার মতো আরও অনেক দূর্গাই রয়েছে আমাদের ঘরেই?
এমন নানান প্রশ্নের উত্তর দিতে আসছে, ফিলমিটেক প্রডাকশনের কর্নধার তথা পরিচালক উদয়ন চক্রবর্তীর পরবর্তী ছবি,দেবীদর্শন এ।
এই শর্টফিল্মটির কাহীনি লিখেছেন দিনহাটার বিশিষ্ট কবি,সঞ্চালক ও অভিনেতা আবু আরশাদ আয়ুব।
পরিচালক উদয়ন চক্রবর্তী
নতুন কিছু মুখ নিয়ে এবার নতুন চমক দিতে শুটিং শুরু করে দিয়েছেন।
গরীব ঘরের মেয়ে বাবার কাছে বায়না ধরে নতুন জামায় সেজেগুজে যাবে পূজোয় ঘুরতে,দেবীদর্শন করতে!এভাবেই ঘটনার টানাপোড়েন শুরু...!
কাহিনীকার আবু আরশাদ আয়ুবের অনুগল্পের প্রেক্ষাপটে উদয়ণ চক্রবর্তীর চিত্রনাট্য ও পরিচালনায় অসাধারণ একটি শর্টফিল্ম উপহার পেতে চলেছে দিনহাটাবাসী,ছবিটির নির্মানে বিশেষ ভাবে সহযোগিতায় আছে স্বপন সেন।
এই অনু ছবিটিতে প্রধান চরিত্রে রয়েছেন কাহিনীকার আবু আরশাদ আয়ুব, ও দেবাদৃতা সেনগুপ্ত ৷ অনান্য চরিত্রে দেখা যাবে নবাগতদের শিবু শর্মা,পৌলমী মহন্ত,দিয়া দেবনাথ ও জারীন আয়ুব প্রমুখ।
পরিচালক উদয়ন চক্রবর্তী জানান, "নতুন মুখের নতুন চ্যালেন্জ ", দেবীদর্শন মনে গেঁথে থাকবে দীর্ঘদিন অধিকাংশ মানুষের মনে , এই ছবি দর্শকমহলে প্রশংসা কুড়োবে।"
সব ঠিক থাকলে আসন্ন মহালয়ায় মুক্তি পাবে এই ছবি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊