pic source - twitter


গতকাল মুম্বই থেকে ৯৮ কিমি উত্তরের এলাকায় রিখটার স্কেলে ২.৭ মাত্রার ভূমিকম্পের পর পরেই ফের কম্পিত হল মুম্বই। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে গতকাল সকাল ৬ টা ৩৬ মিনিটে ওই কম্পন অনুভূত হয়েছিল।



আজ সকাল ৮ টা ৭ মিনিট ১৯ সেকেন্ডে মুম্বই এ কম্পনাঙ্কের মাত্রা ছিল একটু জোরালো।




ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সুত্রে খবর, রিখটার স্কেলে আজকের কম্পনাঙ্ক ছিল ৩.৫। তারা জানিয়েছেন মুম্বইয়ের ১০২ কিমি উত্তরে এই কম্পন অনুভূত হয়। কম্পনে কোন ক্ষয় ক্ষতির পরিমান না থাকলেও জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 



সেপ্টেম্বর এই ভূমিকম্পে কেঁপে ওঠে নিকোবর দ্বীপপুঞ্জ যেখানে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। 





আবার বেশ কিছুদিন আগে অগাস্টে ভূমিকম্পে কেঁপে ওঠে প্রতিবেশী রাজ্য অসম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪।





দেখা যাচ্ছে চলতি বছরে মহামারি সহ প্রাকৃতিক দুর্যোগ যেন বারেবারে আঘাত হেনেছে গোটা দেশে এমনকি পৃথিবী জুড়ে। বিশেষজ্ঞদের মতে ছোটখাটো ভূমিকম্প কোনও বড়সড় ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে। ফলে আতঙ্কের আবছা ছাপ যেন মানুষজনকে ছেয়ে গেছে।