চাকরিতে সংরক্ষণ  সহ ৭ দফা দাবীতে ডেপুটেশন পশ্চিমবঙ্গ আংশিকবিদ্যালয় শিক্ষক সংগঠনের 



আজ পশ্চিমবঙ্গ আংশিকবিদ্যালয় শিক্ষক সংগঠন পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে পুরুলিয়া ডি আই অফিসে 7 দফা দাবি সহ একটি স্মারকলিপি পেশ করা হয় ।  আরও পড়ুনঃ কোন রাজ্যে কবে খুলছে স্কুল? দেখে নিন সর্বশেষ আপডেট 

তাদের বক্তব্য- " আংশিক সময়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়গুলিতে শিক্ষকতা করে চলেছে কিন্তু আমাদের কোন জায়গায় 3000 টাকা পাওয়া যায় আবার কোথাও  1000 টাকা  মাসিক পারিশ্রমিক দেওয়া হয়।আমরা দেখলাম কলেজের আংশিক সময়ের অধ্যাপকদের সরকার স্থায়ীকরণ করেছেন এবং তাদের নির্দিষ্ট একটি বেতন কাঠামো করেছেন কিন্তু আমাদের বারবার আন্দোলন করা সত্ত্বেও আমরা বিকাশ ভবনে জানিয়েছি, কালীঘাটে জানিয়েছি এবং নবান্নেও আবেদন জানিয়েছে কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো সুরাহা হয়নি । তাই আমরা আজকে পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের আংশিক শিক্ষক সংগঠন পুরুলিয়া D.I অফিসে 7 দফা দাবিতে স্মারকলিপি  জমা দিয়েছি।" 

সংগঠনের মূল দাবি গুলি হচ্ছে- 

  • 60 বছর পর্যন্ত চাকরি স্থায়িত্ব দিতে হবে , 
  • একটি সুনির্দিষ্ট বেতন কাঠামো করতে হবে, 
  • চাকরিতে সংরক্ষণ করতে হবে   
  • স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে , 
  • বিভিন্ন বিদ্যালয়ে ইদানীংকালে যেসব শিক্ষকদের ছাড়িয়ে দেওয়া হয়েছে তাদের পুনঃনিয়োগ করতে হবে । 

সংগঠনের রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘরিয়া জানান-  "7 দফা দাবি নিয়ে আজকে আমরা মাননীয় D.I. মহাশয়ের সাথে দেখা করলাম। উনি আমাদের বললেন বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন।"