৮ বছর পর দেশের নতুন নেতা নির্বাচিত হয়ে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন ইয়োশিহিদে সুগা


Yoshihide Suga elected as Japan’s prime minister, becoming the country’s first new leader in nearly eight years 



গতমাসে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন জাপানের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রীর পদে থাকা শিনজো আবে। মঙ্গলবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের গোটা মন্ত্রিসভা পদত্যাগ করার পর দেশের নতুন নেতা নির্বাচিত হয়ে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন ইয়োশিহিদে সুগা। LDP নেতা হিসেবে নির্বাচিত হওয়ার দু দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হল সুগাকে।



দায়িত্ব হাতে নিতেই করোনা সহ এক গুচ্ছ চ্যালেঞ্জের মুখোমুখি সুগা। একদিকে করোনা সংক্রমণ অন্যদিকে করোনার জেরে বেহাল অর্থনীতির উত্তরণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন সুগার সামনে। 



সুগার বয়স ৭১ বছর। বিদায়ী প্রধানমন্ত্রী আবে শিনজোর ডান হাত হিসেবে কাজ করেছেন। রেকর্ড সময় ধরে চিফ ক্যাবিনেট সেক্রেটারির পদে ছিলেন সুগা।