পাবজি প্রেমীদের জন্য সুখবর, আসছে দেশীয় গেম FAU-G 


সারা দেশ জুড়ে পাবজি মোবাইল গেম নিষিদ্ধ হ ওয়ার পরে দুমড়ে মুছড়ে গেছে পাবজি প্রমীদের মন। এবার তাঁদের জন‍্য সুখবর। আসছে দেশীয় নতুন মোবাইল গেম ফৌজি। বলিউড অভিনেতা অক্ষয় কুমারের পৃষ্ঠপোষকতায় আত্মনির্ভর ভারত অভিযানকে মাথায় রেখেই বেঙ্গালুরুর এক সংস্থা দেশীয় এই একশন গেম নিয়ে আসছে বলে খবর। 


গেমটির FAU-G । যার পুরো কথা ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস। সম্প্রতিকালে ভারতীয় নিরাপত্তাবাহিনী যে সকর অভিযানে অংশ নিয়েছে সেই অভিজ্ঞতাই ফুটে উঠবে এই গেমে। অক্টোবরে গালোয়ান উপত‍্যাকার ভিত্তিতে গেমের প্রথম ধাপ প্রকাশ পাবে বলে জানা গেছে। ধীরে ধীরে তৃতীয় ব‍্যক্তির শ‍্যুটিং গেম প্লে- ও মুক্তি পাবে। অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ উভয় মোবাইল ইউজার এই গেম খেলতে পারবে। প্লে স্টোর ও অ্যাপল স্টোরে পাওয়া যাবে এই গেম। 

অক্ষয় কুমার জানান, ভারতের যুব সম্প্রদায়ের কাছে গেম একটা গুরুত্বপূর্ণ বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। ফৌজির মাধ্যমে আমাদের সেনাদের বলিদান যেমন উপলব্ধি করতে পারবে তেমনি শহিদদের পরিবারকে সহায়তায় এগিয়ে এসে ভূমিকা পালন করবে। 

পাশাপাশি তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর 'আত্মনির্ভর ভারত' অভিযানকে সফল করার ক্ষমতা সকলের আছে।