BSNL এর অফারে চমকে উঠবেন, মাত্র ৪৯ টাকায় ২ জিবি নেট তাও আবার ৯০ দিনের বৈধতা!
মাত্র ৪৯ টাকায় ২ জিবি নেট তাও আবার ৯০ দিনের বৈধতা! হ্যা চমক লাগানো প্রিপেড প্ল্যান চালু করলো BSNL.
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) 49 টাকার নতুন প্রিপেইড ভাউচার চালু করেছে। যা 2 জিবি ডেটা এবং 100 মিনিটের ফ্রি কলিংয়ের 90 দিনের বৈধতার সাথে।
বর্তমানে, বিএসএনএল কেবল চেন্নাই এবং তামিলনাড়ু সার্কেলে এই পরিকল্পনা সরবরাহ করছে।
এই প্রিপেইড পরিকল্পনাটি 1 সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছিল এবং এটি পরবর্তী 90 দিনের জন্য প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এই বিএসএনএল প্রিপেইড পরিকল্পনা ২৯ নভেম্বর পর্যন্ত সক্রিয় থাকবে। এই প্রিপেইড পরিকল্পনাটি সেলফ্ কেয়ার, সি-টপআপ পাশাপাশি বিএসএনএল ওয়েব পোর্টালের মাধ্যমে সক্রিয় করা যেতে পারে।
সব সার্কেলের জন্যই প্রযোজ্য BSNL এর কয়েকটি দীর্ঘ সময়ের প্ল্যান-
BSNL
699 এবং 786 প্ল্যানের পর 2,399 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL। এই প্ল্যানে 600 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে প্রতিদিন 250 মিনিট ভয়েস কল করা যাবে। যদিও কোন ডেটা ব্যবহারের সুবিধা থাকছে না। গোটা দেশের BSNL গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। তবে প্রথম 60 দিন বিনামূল্যে BSNL Tunes ব্যবহার করা যাবে।
699 এবং 2399 টাকার প্ল্যানে যা যা পাওয়া যাবে তা একনজরে দেখে নেওয়া যাক-
FRC / PV-699
- প্রতিদিন যে কোন নেটওয়ার্কে 250 min কল,
- প্রতিদিন 0.5GB ডাটা ব্যবহারের সুবিধা
- প্রতিদিন 100 sms পাঠানোর সুবিধা
- 60 দিন বিনামূল্যে BSNL Tunes ব্যবহারের সুবিধা
- 180 দিনের ভ্যালিডিটি।
FRC/ PV 2399
- প্রতিদিন যে কোন নেটওয়ার্কে 250 min কল,
- প্রতিদিন 100 sms পাঠানোর সুবিধা
- 60 দিন বিনামূল্যে BSNL Tunes ব্যবহারের সুবিধা
- 600 দিনের ভ্যালিডিটি।
এই প্ল্যানে ডেটা ব্যবহারের জন্য প্রতি এমবি ডেটার জন্য 25 পয়সা খরচ হবে। দৈনিক ভয়েস কলের সীমা অতিক্রম করলে লোকাল কলে মিনিটে 1 টাকা ও ন্যাশানাল কলে মিনিটে 1.3 টাকা খরচ হবে। সঙ্গে প্রথম 60 দিন বিনামূল্যে BSNL Tunes ব্যবহারের সুবিধা থাকছে।
1 মন্তব্যসমূহ
Bsnl network problem (by) purba medinipur
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊