Latest News

6/recent/ticker-posts

Ad Code

পশ্চিমবঙ্গ বঙ্গজননী বাহিনীর পক্ষ থেকে আশা কর্মীদের ‘বীরাঙ্গণা’ সম্মান

'Birangana' honor to Asha workers from West Bengal Bangajanani Bahini


তনুময় দেবনাথ, সংবাদ একলব্যঃ 

অতিমারী করোনা আবহে আশা কর্মীরা দিনের-পর-দিন গ্রাউন্ড লেভেলে কাজ করে চলেছে, তাদের উৎসাহিত করতে রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ নিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। 


এদিন আশা কর্মীদের হাতে বীরাঙ্গনার নামক শংসাপত্র তুলে দেন  দিনহাটা  2 নং ব্লকের ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ ডাঃ কেশব চন্দ্র রায়। 

বুধবার গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলার দিনহাটা ২নং ব্লকে বামনহাট ব্লক হাসপাতালে পশ্চিমবঙ্গ বঙ্গজননী বাহিনীর পক্ষ থেকে দিনহাটা ২নং ব্লকের আশা কর্মীদের ‘বীরাঙ্গণা’ সম্মান জানানো হয়। স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ ডাঃ কেশব চন্দ্র রায় আশা কর্মীদের হাতে শংসাপত্র তুলে দেন। উপস্থিত ছিলেন দিনহাটা 2 নং পঞ্চায়েত সমিতির সদস্যা মুক্তি রায় সহ স্বাস্থ্য কর্মীরা। 

পঞ্চায়েত সমিতির সদস্যা জানান, আশা কর্মীরা প্রথম সারিতে থেকে করোনা মোকাবিলায় কাজ করে চলেছেন তাই তাদের ‘বীরাঙ্গণা’ সম্মান জানানো হল। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই অতিমারী সংকটে সময় সমস্ত আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সুখ-দুঃখে দাঁড়িয়েছেন, আমরা যেকোন প্রয়োজনে তাদের পাশে আছি। তাদের মানপত্র,মাস্ক, স্যানিটাইজার, সাবান বিতরণের মাধ্যমে পশ্চিমবঙ্গ বঙ্গজননী বাহিনীর উদ্যোগে আশা কর্মীদের সম্বর্ধিত করা হল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code