সোমনাথ পাল, বনগাঁ: মাত্র কয়েকদিন আগের ঘটনা। কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি বিলের প্রতিবাদে আন্দোলন করে ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছেন আটজন বিরোধী সাংসদ। এবার সেই আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল খোদ ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ শহরে।
কৃষি বিলের প্রতিবাদে এবার কৃষকদের সাথে নিয়ে পথে নেমে বিক্ষোভে সামিল হল তৃণমূল। ঘটনাস্থল বনগাঁ শহরের পাইকপাড়া। শুক্রবার ওই এলাকার কয়েকশ বিক্ষুব্ধ কৃষককে সাথে নিয়ে এদিন বনগাঁ বাগদা সড়কে মিছিল করে তৃণমূল নেতৃত্ব।
এদিন কৃষকরা তাঁদের মাথায় টোকা পরে, গরুর গাড়ি ও হাল নাঙ্গল নিয়ে রাস্তায় মিছিল করেন। মিছিলের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী ভ্রান্ত নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুত্তলিকাও দাহ করেন তাঁরা।
স্থানীয় কৃষকদের ওই প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দেন উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল ও নীলদর্পণ ব্লক তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ। এদিন আন্দোলনরত কৃষকদের সাথে সুর মিলিয়ে গোপাল শেঠ বলেন, "বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার, ভারতবর্ষের স্বাধীনতার পূর্বে ব্রিটিশ সরকারের মতো কৃষকদের মেরে ফেলতে চাইছে। কৃষক ক্ষেতমজুরদের ক্ষমতা হনন চলছে।
কেন্দ্রের বিজেপি সরকারকে ফ্যাসিস্ট সরকার আখ্যা দিয়ে এই কৃষি বিলের বিরুদ্ধে দেশের সব বিরোধী রাজনৈতিক দলকে প্রতিবাদ আন্দোলনে নামার আহ্বান রাখেন তিনি"। এদিন গোপাল শেঠের নেতৃত্বে পাইকপাড়া বাজার থেকে বনগাঁ কৃষিমান্ডি পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করেন কয়েকশ কৃষক ও তৃণমূল কর্মী সমর্থকেরা l মিছিল শেষে নরেন্দ্র মোদীর কুশ পুত্তলিকাও দাহ করেন বিক্ষোভকারীরা।
অবশ্য তৃনমূলের ওই প্রতিবাদকে সাজানো নাটক আখ্যা দিয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলা নেতৃত্ব দেবদাস মণ্ডল বলেন, কয়েকজন ভাড়া করা লোককে মাথায় টোকা পরিয়ে, হাল নাঙ্গল ও গরুর গাড়ি নিয়ে রাস্তায় নামিয়েছে তৃণমূল। এসব করে কোনও লাভ হবেনা। পাশাপাশি ওই বিজেপি নেতা এদিন দাবি করেন, কৃষকদের স্বার্থেই কেন্দ্রীয় সরকার এই বিল নিয়ে এসেছে। এই ঘটনায় প্রকৃত কৃষকদের স্বার্থ বিঘ্নিত হয়নি। কৃষকদের সাথে কথা বলে তাঁদের মানসিক ও আর্থিক সন্তুষ্টির কথা জানান তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊