Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বাধীনতা দিবসে পতাকা বিতর্কে কোচবিহারের সিপিআইএম, তৃণমূল ও বিজেপির তীব্র প্রতিক্রিয়া

স্বাধীনতা দিবসে পতাকা বিতর্কে কোচবিহারের সিপিআইএম, তৃণমূল ও বিজেপির তীব্র প্রতিক্রিয়া

সিপিআইএম পতাকা বিতর্ক, সিতাই জাতীয় পতাকা, কোচবিহার স্বাধীনতা দিবস, তৃণমূল প্রতিক্রিয়া, বিজেপি সমালোচনা, CPIM flag controversy, Sitai Independence Da



রাহুল দেব বর্মন, কোচবিহার:

স্বাধীনতা দিবসের দিন কোচবিহারের সিতাই বাজারে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়ল সিপিআইএম। অভিযোগ উঠেছে, সিতাই বাজারে দলীয় কার্যালয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের সময় সেখানে থাকা সিপিআইএমের দলীয় পতাকা ছিল জাতীয় পতাকার চেয়ে অধিক উচ্চতায়, যা জাতীয় পতাকা বিধির পরিপন্থী বলে দাবি করেছেন বিরোধী রাজনৈতিক নেতারা।

এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে বলেন, “সিপিআইএম বরাবরই ভারতীয় ভাবধারার বিরোধী। এদের কোনও দেশাত্মবোধ নেই, বরং চিনা নীতি অনুসরণ করে চলে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে।

বিজেপির কোচবিহার জেলা কমিটির সম্পাদক দীপক কুমার রায়ও এই ঘটনায় সিপিআইএমের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, “সিপিআইএম কোনদিন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেনি, তারা বলতেন এ স্বাধীনতা মিথ্যা। ‌আমি বলব সিতাই বাজারে সিপিআইএম যদি এমনটা করে থাকে, এটা অন্যায় করেছে।”

যদিও এই প্রসঙ্গে স্থানীয় সিপিআইএম নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কোনও প্রতিক্রিয়া দেননি। তবে ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র সমালোচনা ছড়িয়েছে। অনেকেই জাতীয় পতাকার মর্যাদা রক্ষার প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

স্বাধীনতা দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে জাতীয় পতাকার সম্মান নিয়ে এমন বিতর্ক রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে কোচবিহার জেলায়। এখন দেখার বিষয়, প্রশাসন এই ঘটনায় কী পদক্ষেপ গ্রহণ করে এবং সিপিআইএম নেতৃত্ব এ বিষয়ে কী অবস্থান নেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code