ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম BDP Term End (Exit) Examination December 2019 and June 2020 এর ADMIT CARD ডাউনলোড





গত ১৮ সেপ্টেম্বর নেতাজী সুভাষ বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় "পূর্ববর্তী 09.09.2018 (memo: COE/2220/2020/9) তারিখের বিজ্ঞপ্তি প্রসঙ্গে, সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে জানানো হচ্ছে যে ডিসেম্বর ২০১৯ ও জুন ২০২০ এর ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম (BDP Term End (Exit) Examination December 2019 and June 2020) এর অনলাইন পরীক্ষায় এমসিকিউ (MCQ) পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। পরীক্ষার্থীদের ১০০ নম্বররের পরিবর্তে ২০ নম্বরের উত্তর দিতে হবে যা সম্পূর্ণ (১০০) নম্বরের সমান। যেখানে পূর্ণ নম্বর 50, সেখানে পরীক্ষার্থীদের 10 নম্বরের উত্তর দিতে হবে, যা সম্পূর্ণ (50) নম্বরের সমান।" NEW UPDATE আরও পরুনঃ স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষাও অনলাইনে- গুরুত্বপূর্ণ ঘোষণা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির



আজ থেকে ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম (BDP Term End (Exit) Examination December 2019 and June 2020) এর ADMIT CARD ডাউনলোড করা যাবে বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে www.nsoucebdp.com এবং www.wbnsou.ac.in এই ওয়েবসাইট থেকে দুপুর ২ টার পর থেকে ADMIT কার্ড ডাওনলোড করা যাবে।

আরও জানানো হয়েছে কোন স্টাডি সেন্টার থেকেই ADMIT কার্ড এর HARDCOPY দেওয়া হবে না। অর্থাৎ পরীক্ষার্থীদের ওয়েবসাইট থেকে ADMIT CARD DOWNLOAD করে প্রিন্ট করে নিতে হবে।  

এছাড়া প্রয়োজনে কথা বলুন  Helpline No. : 9830338974 (11AM to 5PM).