দেশ জুড়ে তীব্র বিরোধিতার মাঝেই কৃষি বিলে সম্মতি জানিয়ে স্বাক্ষর করল দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
সারা দেশ জুড়ে তীব্র বিরোধিতার মাঝেই কেন্দ্রের আনা নতুন কৃষি বিলে সম্মতি জানিয়ে স্বাক্ষর করল দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফার্মার্স প্রডিউস ট্রেড অ্য়ান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন) বিল, ২০২০, দি ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রটেকশন) এগ্রিমেন্ট অব প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল ২০২০ ও দি এশেনশিয়াল কমোডিটিজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২০ - এই তিনটি বিল রাজ্যসভায় পাশ হয়ে যাওয়া সারা দেশেই এই বিলের প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে। পঞ্জাব সহ একাধিক রাজ্যের কৃষকরা এই বিল গুলির প্রতিবাদে আন্দোলনে নেমেছে। রাজ্যসভায় এই বিল পাশ করাতে গিয়ে কেন্দ্র সরকার তীব্র বিরোধিতার সম্মুখীন হয়। সংসদে হয় হাঙ্গামা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। ধ্বনি ভোটে পাশ হয়ে যায় বিল। রাজ্য সভায় ধুন্ধুমারের প্রেক্ষিতে 'অপ্রীতিকর আচরণ'-র ব্যাখ্যা দিয়ে ৮ জন সাংসদকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।
এরপরেই তীব্র বিরোধিতায় আন্দোলনে নামে কৃষকরা। এমনকি গত ২৫শে সেপ্টেম্বর সারা দেশব্যাপী কৃষকরা ভারত বনধ পালন করে রাস্তা, রেল অবরোধ করে।এমনকি বিরোধী দলগুলি এই বিলে রাষ্ট্রপতিকে স্বাক্ষর না করার অনুরোধও জানিয়েছেন। কিন্তু, সে সব কিছুকেই কর্ণপাত না করে বিলটিকে আইনে পরিণত করার সম্মতি জানিয়ে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি।
President Ram Nath Kovind gives assent to three farm bills passed by the Parliament. pic.twitter.com/hvLvMgNI8Y
— ANI (@ANI) September 27, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊