ধুপগুড়ি বিবেকানন্দ পাড়া থেকে উদ্ধার একটি পরিযায়ী পাখি


সংবাদ একলব্য, ধুপগুড়িঃ 

ধুপগুড়ি বিবেকানন্দ পাড়া থেকে উদ্ধার হলো একটি পরিযায়ী পাখি। জানা গিয়েছে যে এদিন সকাল বেলায় স্থানীয় বাসিন্দারা এই পরিযায়ী পাখিটিকে একটি ঝোপের মধ্যে বসে থাকতে দেখে। সেই পাখিটি কে কিছু কুকুর ধরে খাবার চেষ্টা করছিল। স্থানীয় লোকেরা ধুপগুড়ি পরিবেশ প্রেমী সংগঠন ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার অর্গানাইজেশন এর মেম্বারদের খবর দিলে তারা এসে সেই পাখিটি কে উদ্ধার করে নিয়ে যায়।


এরপর সংগঠন থেকে বিন্নাগুরি স্কোয়াডের কর্মীদের খবর দেওয়া হয়। তারা এলে পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা বনদপ্তর কর্মীদের হাতে সেই পাখিটি কে তুলে দেয়। বনদপ্তর তরফে জানানো হয়েছে প্রাথমিক চিকিৎসার পর পাখিটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।