ঝাড়গ্রামে তৃণমূলের ভাঙ্গন অব্যাহত, কয়েকশ তৃণমূল কর্মী যোগদান করলো ভারতীয় জনতা পার্টিতে


শচীন পাল, ঝাড়গ্রামঃ আগের লোকসভা ভোটের  পর জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির দিকে ঝুঁকে গিয়েছিল, ২০২১এর বিধানসভা নির্বাচনের আগে আবার দলে দলে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি তে যোগদান করছে। 


আজ ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার অন্তর্গত হাড়দা গ্রামের বিজেপির যে প্রতিবাদ মিছিল, পশ্চিমবঙ্গের গণতন্ত্র বাঁচাও আন্দোলন ও যোগদান সভা অনুষ্ঠিত হয় তাতে কয়েকশো তৃণমূল কর্মী বিজেপি  পার্টিতে যোগদান করেন। 

উল্লেখযোগ্য কয়েক জন হলেন রানু সর্দার, সুমন্ত বাগ, বকুল ঘোষ। রঘুনাথপুর থেকে যোগ দেন দয়াল মাইতি, মঙ্গল মাইতি, পলাশ মাইতি। শুধু তৃণমূল কংগ্রেস ছেড়ে নই সিপিআইএম পার্টির নেতা সুনীল মূর্মুও বিজেপি তে যোগদান করেন। আজকের যোগদান কর্মসূচিতে উপস্থিত থেকে আগত কর্মীদের হাতে দলের পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলার সংসদ মাননীয় কুনার হেমব্রম। 

এদিনের সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি সুখময় সৎপতি,  বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দোপাধ্যায় এবং ঝাড়গ্রাম জেলার  অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও হাড়দা গ্রামের বিজেপি নেতা রাজেশ মণ্ডল এর বিনা দোষে গ্রেফতারের  প্রতিবাদে পুরো গ্রামজুড়ে মিছিল করা হয়।