দামোদরের চর থেকে উদ্ধার মহিলার গলাকাটা মৃতদেহ।


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান

অজ্ঞাত পরিচয় এক মহিলার গলাকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল বর্ধমান দামোদরের জামনা বাঁশতলায় এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ মর্গে।


বর্ধমান জেলার জামনা বাঁশতলা এলাকায় দামোদর নদীর চরে কাঁশ বনের ভেতর থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয়ের মহিলার গলাকাটা রক্তাক্ত মৃতদেহ।মৃত মহিলার পরনে ছিল নীলগোলাপি পৃন্টের ছাপা শাড়ী। স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে এই এলাকায় দামোদর চরে কাশবনের ভিতরে পরে থাকতে দেখা যায় এক মহিলার গলাকাটা মৃতদেহ। এরপরই হইচই পরে গোটা এলাকা জুড়ে। খবর দেওয়া হয় পুলিশে। খবর পাওয়ার পরই ঘটনা স্থলে হাজির হয় বর্ধমান থানার পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ মর্গে। 


মৃত মহিলা অন্য কোনো এলাকার বলে জানিয়েছেন স্থানীয়রা। খুন করা হয়েছে বলেই স্থানীয়দের অনুমান। রাতের অন্ধকারে কেউ এই মহিলাকে খুন করে মেরে ফেলে রেখে চলে গেছেন বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে, মৃত্যুর কারন খুঁজতে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।