মুসকুরাঙ্গে ইন্ডিয়া স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার ঃ 

আলিপুরদুয়ার জংশন শিববাড়ি হিন্দি প্রাইমারি স্কুলে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তদান শিবির।মুসকুরাঙ্গে ইন্ডিয়া স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জেলা ব্লাডব্যাঙ্কের রক্ত সংকটের কথা মাথায় রেখে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন।


এদিন ৮ জন মহিলা সহ মোট ৩০ জন রক্তদান করেন।সংগৃহিত রক্ত আলিপুরদুয়ার জেলা ব্লাড ব্যাঙ্কে দেওয়া হয়।রক্তদান শিবির শুরুর আগে সদ্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জানিয়ে শিবির শুরু করেন উদ্যোক্তারা।


এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী,বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।