বৃষ্টিকে উপেক্ষা করে দুঃস্থদের টানে টিম উড়ান


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান



করোনা সংক্রমণের কারনে এক প্রকার গৃহবন্দী সাধারন খেটে খাওয়া মানুষ। কাজ হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ।এক প্রকার অনাহারে দিন কাটানো মানুষগুলোর কথা ভেবে বৃষ্টিকে উপেক্ষা করেই ছুটে আসে টিম উড়ান। আজ তারা পূর্ব বর্ধমান জেলার সদরঘাট এলাকায় প্রায় ৬০ জন দুঃস্থ মানুষদের হাতে তুলে দেয় খাদ‍্য সামগ্রী।




চাল ডাল আলু পেঁয়াজ নুন তেল সয়াবিন মুড়ি বিস্কুট সহ অন্যান্য খাদ্য সামগ্রী টিম উড়ানের তরফে প্রদান করা হয় এদিন। এই খাদ্য সামগ্রী পেয়ে খুশি ওই এলাকার মানুষ জন। 





টিম উড়ানের পক্ষথেকে সেখ ইয়াসিন বলেন, করোনা পরিস্থিতির মধ্যে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে খাদ্য সামগ্রী বিতরণ করেছে টিম উড়ান। বর্তমান সময়েও আমরা বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে খোঁজ খবর নিচ্ছি কোথায় কোথায় কাদের কাদের খাদ্য সামগ্রী প্রয়োজন। সেমত আমরা তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। আগামী দিনে ও এই ধরনের সমাজ সেবা মূলক কাজের সাথে যুক্ত থাকবে বলে জানায় ইয়াসিন।