Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভলিনির বোতলে মাথা আটকে থাকা অবস্থায় ক‍্যাট স্নেক-যত্রতত্র প্লাস্টিক বর্জ‍্য, ক্ষতিগ্রস্ত বন‍্যপ্রান

যত্রতত্র প্লাস্টিক বর্জ‍্য, ক্ষতিগ্রস্ত বন‍্যপ্রান



ভলিনির বোতলে  মাথা আটকে থাকা অবস্থায় ক‍্যাট স্নেক প্রজাতির একটি সাপ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চা‌‌ঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ভাঙ্গার হাট গ্রামের স্কুলপাড়ায়।  এলাকার সুনিল রায় নামে এক ব‍্যক্তির গোয়ালঘর থেকে সাপটি উদ্ধার হয়। এর আগেও প্লাস্টিকজাত দুর্ঘটনার শিকার হয়েছে বন‍্যপ্রান। মানুষের  অত‍্যাধিক প্লাস্টিক ব‍্যবহারের ফলে নানাভাবে এই প্লাস্টিকের ফেলে দেওয়া প্যাকেট কিংবা কৌটো না জেনে খাবার হিসাবে বেছে নিচ্ছে বন‍্যপ্রাণ। ফলে মারাও পড়েছে একাধিক । গতকাল ফের সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল ময়নাগুড়িতে।


জানা যায়, ভাঙ্গারহাট এলাকার সুনিল রায় নামে এক ব‍্যক্তি প্রথমে সাপটি দেখতে পান এবং প্রতিবেশিদের সহায়তায় ভোলিনির বোতল থেকে সাপের মাথা বের করার জন্য অনেক চেষ্টা করলেও তারা তা করতে ব্যর্থ হন । 

ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনে খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সংগঠনের সদস্য অমল রায়। এবং তিনি সাপটিকে বোতল মুক্ত করে নিরাপদ স্থানে সেটিকে ছেড়ে দেন ।


বিস্তারিত ভিডিওতে-


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code