কলোনিবাসীদের স্বাস্থ্য - শিক্ষা উন্নয়নের জন্য রাজ্য বাজেটে অর্থ বরাদ্দ সহ নয় দফা দাবিতে ডেপুটেশন দিল সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ
কলোনিবাসীদের স্বাস্থ্য - শিক্ষা উন্নয়নের জন্য রাজ্য বাজেটে অর্থ বরাদ্দ সহ নয় দফা দাবিতে গতকাল দিনহাটা মহকুমা শাসককে ডেপুটেশন দিল সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ।
এদিন এই ডেপুটেশন দেবার সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার কতগুলি বছর পেরিয়ে গেলেও আজও উদ্বাস্তু সমস্যার সমাধান হয়নি। উদ্বাস্তু পুনর্বাসন একটি জাতীয় সমস্যা। এই সমস্যা সমাধানে সামগ্রিক দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। অথচ কেন্দ্রীয় সরকার তাদের দায়িত্ব পালন করছে না। উদ্বাস্তু কলোনিরগুলির বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের অগ্রাধিকার দেওয়া সরকারের দায়িত্ব এর মধ্যে পড়ে। অথচ সরকার বিষয়টি নিয়ে কোনো চিন্তাই করছে না।
একদিন এই ডেপুটেশন দেবার আগে সংগঠনের তরফ থেকে স্টেশন চৌপথী থেকে SDO অফিস পর্যন্ত মিছিল করে। এদিনের এই ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের দিনহাটা মহকুমা সম্পাদক গৌরাঙ্গ পাইন, অভিনব রায়, কান্তি বিশ্বাস, অমূল্য সেন প্রমুখ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊