Asteroid 465824 2010 FR, which will cross Earth’s orbit in the coming days



আর কত! এখন প্রশ্ন এটাই। একের পর এক মহাজাগতিক ঘটনা ঘটেই চলেছে করোনা মহামারী কালে।  মহামারীর কবল থেকে এখনও মুক্তি পায়নি বিশ্ব আর তারই মাঝে আবার পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি গ্রহাণু (Asteroid)। 


আমেরিকার মহাকাশ সংস্থা নাসা (NASA) জানিয়েছে যে মিশরের গিজার গ্রেট পিরামিডের (Pyramid of Giza) চেয়ে দ্বিগুণ বড় একটি গ্রহাণু এই সপ্তাহে পৃথিবীর ঘা ঘেঁসে বেরিয়ে যাবে। 465824 (2010 এফআর) নামের গ্রহাণুটি ৬ সেপ্টেম্বর পৃথিবীর নিকটতম এলাকা দিয়ে যাবে। এই মুহূর্তে,গ্রহাণুটি আমাদের গ্রহ থেকে প্রায় ৪ মিলিয়ন মাইল দূরে রয়েছে।


নাসা জানিয়েছে, গ্রহাণুটি প্রায় ১২০-২৭০ মিটার ব্যাসের। উচ্চতা ৮৮৬ মিটার। যা অনুমান করা হয়েছে তাতে এটি বিখ্যাত গ্রেট পিরামিডের চেয়ে দ্বিগুণ হতে পারে। 

তবে আমাদের গ্রহে আঘাত করার সম্ভাবনা অত্যন্ত কম। 

NASA says asteroid 465824 2010 FR, which is twice as big as the Pyramid of Giza, may cross the Earth’s orbit on September 6.