Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্নাতকোত্তর শ্রেণীর মেয়েদের জন্য Post-Graduate Indira Gandhi স্কলারশিপ, জেনে নিন এখনই

Post-Graduate Indira Gandhi স্কলারশিপ





SANGBAD EKALAVYA:


বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (University Grant Commission) উদ্যোগে প্রতিবছর  স্নাতকোত্তর শ্রেণীতে পাঠরত মেয়েদের  পড়াশোনায় সাহায্য করতে Post-Graduate Indira Gandhi বৃত্তি প্রদান করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো নারীশিক্ষার উন্নতি। দেখে নিন বিস্তারিতঃ 

আবেদনের যোগ্যতাঃ 
১) আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। 
২) আবেদনকারী মেয়েকে পিতামাতার একমাত্র সন্তান হতে হবে। 
৩) জাতীয় অথবা রাজ্য়স্তরের কোনো সরকারী স্বীকৃত কলেজ / বিশ্ববিদ্যালয়ে পূর্ণ মেয়াদের মাস্টার্স ডিগ্রি (master’s degree programme) কোর্সের প্রথম বর্ষে ভর্তি হতে হবে। 


বৃত্তির পরিমাণঃ ২ বছরের জন্য বাৎসরিক ৩৬,২০০ টাকা। 


আবেদন পদ্ধতিঃ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণীর প্রথমবর্ষে ভর্তি হবার পর https://scholarships.gov.in সাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। 


আবেদনের শেষ তারিখঃ ৩০ অক্টোবর, ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code