উচ্চমাধ্যমিক পাশ মেয়েদের জন্য একাধিক স্কলারশিপ, দেখে নিন এখনই

উচ্চমাধ্যমিক পাশ মেয়েদের জন্য একাধিক স্কলারশিপ, দেখে নিন এখনই





SANGBAD EKALAVYA:


স্নাতক স্তরে বিজ্ঞান বিভাগে পাঠরত মেয়েদের জন্য L’Oréal India স্কলারশিপ


উচ্চমাধ্যমিক পাশ করার পর মেয়েদের বিজ্ঞান বিভাগে উচ্চতর শিক্ষার দিকে উত্সাহিত ও সমর্থন করার জন্য L’Oréal India এর পক্ষ থেকে ‘L’Oréal India For Young Women In Science Scholarship (FYWIS) দেওয়া হয়। এই বৃত্তির আওতায় মেয়েরা স্নাতক অধ্যয়নের জন্য আড়াই লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারে।

যোগ্যতাঃ 

১) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৮৫% নম্বর সহ দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে। 

২) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান সম্পর্কিত বিভাগে স্নাতক শ্রেণীতে ভর্তি হতে হবে। উচ্চমাধ্যমিক পাশ করার পর এক বছরের বিরতি থাকলে তা গ্রহনযোগ্য হবে না (They must be taking admission to undergraduate programmes in science-related fields in the academic year 2020-21. Candidates having a one-year gap after class 12 are not eligible)। 

৩) ২০২০ সালের মে মাসের ৩১ তারিখের হিসেবে প্রার্থীর বয়স ১৯ বছর হতে হবে (The maximum age of the applicant should be 19 years as on May 31)। 

৪) পারিবারিক বার্ষিক আয় হতে হবে সর্বোচ্চ ৪ লক্ষ টাকা (The annual income of the family should not exceed Rs 4 lakh)।


আবেদনের শেষ সময়ঃ ১৫ অক্টোবর, ২০২০।


আবেদন পদ্ধতিঃ 

১) buddy4study.com সাইট খুলতে হবে। 
২) buddy4study.com এ নিজের ইমেইল আইডি (Email Id) দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
৩) L’Oréal India For Young Women In Science Scholarship এ ক্লিক করতে হবে। 
৪) প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে ফর্ম ফিলাপ করে 'সাবমিট' করতে হবে। 

অথবা buddy4study.com সাইটে রেজিস্ট্রেশন করে সরাসরি CLICK TO APPLY এই লিংকে ক্লিক করে ফর্ম ফিলাপ করা যাবে।



কারিগরি শিক্ষায় পাঠরত মেয়েদের জন্য প্রগতি স্কলারশিপঃ 



উচ্চমাধ্যমিক পাশ করার পর মেয়েদের কারিগরি শিক্ষায় (Technical Education) উত্সাহিত ও সমর্থন করার জন্য All India Council for Technical Education (AICTE) এর পক্ষ থেকে "প্রগতি স্কলারশিপ" (Pragati Scholarship) দেওয়া হয়। এই বৃত্তির আওতায় প্রায় ৫,০০০ মেয়েদের ডিপ্লোমা/ডিগ্রি কোর্সে অধ্যয়নের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

যোগ্যতাঃ 

১) ১০+২ বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কারিগরি শিক্ষার কোর্সে ভর্তি হওয়া মেয়েরা আবেদনের যোগ্য।

২) পারিবারিক বার্ষিক আয় হতে হবে সর্বোচ্চ ৮ লক্ষ টাকা (The annual income of the family should not exceed Rs  lakh)।

৩) একই পরিবারের সর্বোচ্চ দুজন মেয়ে আবেদন করতে পারবে।


বৃত্তির পরিমাণঃ সর্বোচ্চ বার্ষিক ৫০,০০০ টাকা। 


আবেদনের শেষ সময়ঃ ৩১ অক্টোবর, ২০২০।


আবেদন পদ্ধতিঃ 

১) buddy4study.com সাইট খুলতে হবে। 
২) buddy4study.com এ নিজের ইমেইল আইডি (Email Id) দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
৩) AICTE Pragati Scholarship for Girls 2020-21 এ ক্লিক করতে হবে। 
৪) প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে ফর্ম ফিলাপ করে 'সাবমিট' করতে হবে। 

অথবা buddy4study.com সাইটে রেজিস্ট্রেশন করে সরাসরি CLICK TO APPLY এই লিংকে ক্লিক করে ফর্ম ফিলাপ করা যাবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ