সাংবাদিক বৈঠক আইসিটি[ICT] কম্পিউটার শিক্ষকদের



শান্তনু মাইতি, সংবাদ একলব্যঃ  

মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে নিজেদের ন্যায্য দাবি তুলে ধরতে আইসিটি কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা সাংবাদিক বৈঠক করলেন। 


সংগঠনের সভাপতি স্বরূপ পান বলেন  আমরা আইসিটি কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষাদানের পাশাপাশি  রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ  করে আসছি। বর্তমানে করোনা পরিস্থিতি তেও আমরা স্কুলের বিভিন্ন কাজ যেমন শিক্ষাশ্রী ,ঐক্যশ্রী, কন্যাশ্রী প্রকল্পগুলোর কাজ ,বাংলার শিক্ষা পোর্টালের  ডাইসের কাজ , ওয়েবসাইট ক্রিয়েশন এর কাজ ইত্যাদি করে চলেছি। পরিচালনার দায়িত্বে থাকা তিনটি কোম্পানি ( School Net, Aces, Extramarks) সঠিক সময়ে বেতন প্রদান করছে না । রয়েছে তাঁদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ।"

তাই তাঁরা চাইছেন  ৬০ বছর পর্যন্ত স্থায়ীকরন হোক তাদের চাকরি ,বেসরকারিকরন থেকে মুক্তি ঘটুক তাঁদের। ছাত্রছাত্রীদের এই কম্পিউটার শিক্ষা যাতে বন্ধ না হয় সে দাবিও জানিয়েছেন তাঁরা ।  কয়েক বছর ধরে  জেলা শাসক দপ্তর, বিকাশ ভবন দপ্তর, শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়ে আসছেন তাঁরা।