Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বাধীনতা দিবস উপলক্ষে নিগমনগরে ম্যারাথন দৌড়

স্বাধীনতা দিবস উপলক্ষে নিগমনগরে ম্যারাথন দৌড়


স্বাধীনতা দিবস উপলক্ষে নিগমনগরে ম্যারাথন দৌড়



অনুপম মোদক, নিগমনগর: দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে নিগমনগর নিগমানন্দ মর্নিং ইউনিট এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এলাকার তরুণ প্রজন্মকে সুস্থ জীবনযাত্রার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই উদ্যোগটি স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

এই ম্যারাথন দৌড়টি দুটি ভিন্ন বিভাগে বিভক্ত ছিল। পুরুষদের জন্য পাঁচ কিলোমিটার দীর্ঘ দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন দেবাশীষ বর্মন, দ্বিতীয় স্থানে রয়েছেন বিক্রম বর্মন এবং তৃতীয় স্থান পেয়েছেন অর্জুন মোদক। অন্যদিকে, মেয়েদের তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রিমা বর্মন, দ্বিতীয় স্থান দখল করেছেন নেহা অধিকারী এবং তৃতীয় স্থানে রয়েছেন সরস্বতী বর্মন।

স্বাধীনতা দিবস উপলক্ষে নিগমনগরে ম্যারাথন দৌড়




এই সফল আয়োজনের মূল কারিগর ছিলেন নিগমানন্দ মর্নিং ইউনিটের প্রধান উপদেষ্টা কৃষ্ণকান্ত ভৌমিক। তিনি এই উদ্যোগ সম্পর্কে বলেন, "স্বাধীনতার এই দিনে আমরা শুধু দেশের বীর শহীদদের স্মরণ করি না, বরং একটি সুস্থ ও সবল জাতি গঠনের শপথও গ্রহণ করি। আজকের এই ম্যারাথন দৌড় সেই শপথেরই একটি প্রতিফলন। আমাদের বিশ্বাস, এই ধরনের কর্মসূচি আগামী প্রজন্মের মধ্যে নতুন করে দেশপ্রেম এবং সুস্থতার বার্তা পৌঁছে দেবে।"
স্বাধীনতা দিবস উপলক্ষে নিগমনগরে ম্যারাথন দৌড়ভ

সম্পূর্ণ অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেছেন সংস্থার সদস্য সন্দীপন দাস, শিবসাগর রায়, উজ্জ্বল বর্মন এবং প্রসেনজিত ভৌমিক। পুরো আয়োজনের সভাপতিত্ব করেন শিরীষ বর্মন। সফলভাবে এই ম্যারাথন দৌড় সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী এবং আয়োজক উভয় পক্ষই অত্যন্ত আনন্দিত। এই ধরনের ইতিবাচক উদ্যোগ সমাজে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code