কিশোরী গ্ৰন্থাগারের উদ্বোধন 


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান


প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কিশোরী গ্ৰন্থাগারের শুভ সূচনা করলেন বিডিও চিত্রজিৎ বসু। স্কুল ছুট মেয়েদের পুনরায় শিক্ষাদানের জন্য তৈরি করা হয় কিশোরী গ্ৰন্থাগারের।আউশ গ্রামের উক্তা গোবিন্দ পুর শিশুয়ালেয় কছে এই কিশোরী গ্ৰন্থাগারে থাকবে স্কুল বই-এর পাশাপাশি নানাধরনের গল্প বই।



উক্তা গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ মুজাফর বলেন যে সমস্থ মেয়েরা স্কুলে ফেলকরার পর পরে একই ক্লাসে অন্য ছোট ছেলে মেয়েদের সঙ্গে পরতে লজ্জা পাচ্ছে বা কোন কারনে ঠিকমতো স্কুলে যেতে পারেনি সেই সমস্ত মেয়েদের শিক্ষা দানের জন্য তৈরী করা হয়েছে এই কিশোরী গ্ৰন্থাগর। এতে যেমন মেয়েরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পড়তে পারবে তেমন তাদের শিক্ষা অর্জন ও হবে। 



মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই গ্রন্থাগার তৈরী বলে জানান প্রধান। প্রধান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত মানুষদের এদিনের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও চিত্রজিৎ বসু, আউশ গ্ৰাম ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মাঝি, সহ অন্যান্যরা।