সিভিক-ভিলেজ পুলিশদের ট্রেনিং দিয়ে খালি পদে উন্নীত করার পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ অধীর
সংবাদ একলব্যঃ
১লা সেপ্টেম্বর পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটা করে অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর জেরে অনুষ্ঠান পিছিয়ে ৮ই সেপ্টেম্বর পালন করা হয়। ৮ই সেপ্টেম্বরের অনুষ্ঠানে পুলিশ কর্মীদের ভূমিকা নিয়ে প্রশংসা করেন তিনি। এদিকে, সিভিক-ভিলেজ পুলিশদের ট্রেনিং দিয়ে খালি পদে উন্নীত করার পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
এদিন অধীর রঞ্জন চৌধুরী সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে একথা ব্যক্ত করেন।
এদিন তিনি জানান, "বাংলার পুলিশকে ভোটের আগে আপনার হয়ে কাজ করার জন্য পুলিশ দিবসে খুব গরম-গরম ভাষণ দিলেন, সবাই তা দেখলো। বাংলার সিভিক বা ভিলেজ পুলিশকে Permanent Post দিচ্ছেন না কেন ? আপনার বাহিনীতে কত পদ খালি সে কথা বলছেন না কেন? সেই খালি পদে ট্রেনিং দিয়ে Civic বা Village পুলিশকে Promote করা যায় না???"
পাশাপাশি এদিন তিনি পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি মনে করেন পুলিশ যদি নিরপেক্ষ কাজ করত তবে শান্তির নীড়ে পরিণত হত বাংলা। তিনি এও বলেন পুলিশ নিরপেক্ষ থাকলে সরকারে তৃণমূল থাকবে না। এভাবেও তোপ দাগেন তিনি। তাঁর কথায়, "বাংলার পুলিশ যেদিন নিরপেক্ষ হবে সেদিন এই বাংলা সত্যিই দেশের মধ্যে 'শান্তির নীড়' বা 'Oasis of Peace' এ পরিণত হবে। কিন্তু যেদিন পুলিশ নিরপেক্ষ হবে, সেদিন আপনি আর ক্ষমতায় থাকবেন না! পুলিশ বাহিনীর জন্য আমরা গর্ব করতে চাই, কিন্তু পারি না, তার কারণ আপনি। কোনো পুলিশকর্মী নিরপেক্ষ হলে তাদের এ রাজ্যে শাস্তি হয়! পুলিশ অফিসার সোমেন মিত্র কে আপনি কাজ করার সুযোগ দিলেন? না, কারণ যেহেতু তিনি আপনার দালালি করবেন না। পার্কস্ট্রিট কাণ্ডে আপনি পুলিশ অফিসারের সঙ্গে কি করলেন? সেই মহিলা অফিসার দময়ন্তী সেন, ওনাকে আপনি সরিয়ে দিলেন। এরকম হাজার উদাহরণ, বাংলার পুলিশ এর মেরুদন্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছে।"
তিনি আরও বলেন, "আপনার দলের অ্যায়রি গ্যায়রি নেতাও পুলিশকে বাড়ির চাকর মনে করে। আপনার পুলিশ শ'য়ে শ'য়ে নিরপরাধ ছেলেকে NDPS Case-এ বছরের পর বছর জেলে আটকে রেখেছে আপনার পার্টির নির্দেশে। পঞ্চায়েত ভোট করতে দেয়নি বাংলায়। খোলা মঞ্চে দাঁড়িয়ে DG আপনার দালালি করছেন, আর আপনি তা উপভোগ করছেন। কোনো পুলিশ অফিসার আমাদের মত বিরোধীদলের লোকেদের সামান্য রাজনৈতিক স্বীকৃতি দিতে চাইলেও, দিতে পারেন না। কারণ তাদের ভয় আপনাকে। বুকে হাত দিয়ে বলুন তো ― আপনি সত্যি চান পুলিশ নিরপেক্ষ হোক??? "
সাধারণ পুলিশকর্মীরা, আমাদের ঘরের কেউ বেকার যুবক, ভাই বা পরিচিত, কেউ আমাদের আত্মীয়, তাদের আপনি মর্যাদা দেন না। আজ বাংলার প্রতিটি পুলিশ জানে দিদির দলের কৃপা না থাকলে প্রমোশন নেই। পুলিশ অফিসার বা জেলার DM-রাই আপনার পার্টির আসল নেতা, তাদের মাধ্যমেই আপনি পার্টি চালান। একজন আমার জেলার DM আমার প্রস্তাব মত DISHA কমিটির মিটিং ডেকেছিলেন আমার জেলায়, এই অধিকার ভারতবর্ষের পার্লামেন্ট ভারতবর্ষের প্রতিটি MP কে দিয়েছে, কিন্তু সেই মিটিং ডাকার অপরাধে DM সাহেবকে তারপরের দিনই Transfer করে দিলেন আপনি।"
ভোটের জন্য রাজ্য সরকার পুলিশের খাতির করছেন বলেও মন্তব্য করেন তিনি। তিনি জানান, "আজ ভোট আসার আগে পুলিশকে আপনার বড্ড প্রয়োজন। তাই খাতির করতে হচ্ছে। ভালো নাট্যকার আপনি! আমরা জানি বাংলার পুলিশকে আপনি 'তৃণমূল পুলিশ'-এ রূপান্তরিত করেছেন। BDO-SDO র কাজের সার্টিফিকেট এখন থেকে উচ্চপদস্থ অফিসার নয় আপনি দেবেন!!! সারা ভারতবর্ষের আর কোনো রাজ্যে এমন নির্লজ্জ হস্তক্ষেপ নেই কোনও মুখ্যমন্ত্রীর!!!"
পাশাপাশি, এদিনের এই বিবৃতিতে তিনি পুলিশ বাহিনীকে নিরপেক্ষ থাকার পরামর্শ দেন। তিনি বলেন,"বাংলার পুলিশ বাহিনীকে অনুরোধ করবো ― প্রকৃত অর্থে আপনারা নিরপেক্ষ হলে ― বাংলায় নতুন ইতিহাস রচিত হবে। অবশ্য, এটাও সত্যি, বাংলার মুখ্যমন্ত্রীর সিংহীর মত লড়াই করার সাহস নেই, তাই তিনি বাংলার পুলিশের নিরপেক্ষ হওয়ার সাধ চরিতার্থ হতে দেবেন না ― তা জানি!!!"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊